ওপেনএআই থেকে সরানো হল সিইও অল্টম্যানকে

কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, ওপেনএআই পরিচালনায় অল্টম্যানের ওপর তারা আর ভরসা করতে পারছেন না।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 07:47 AM
Updated : 18 Nov 2023, 07:47 AM

সাড়া জাগানো এআই টুল চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআইর সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান স্যাম অল্টম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, ওপেনএআই পরিচালনায় অল্টম্যানের ওপর আর ভরসা করতে পারছে না তারা। যে কারণে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, অভ্যন্তরীণ এক তদন্তে দেখা গেছে, অল্টম্যান পরিচালনা বোর্ডের সঙ্গে সবসময় বিশ্বাসযোগ্য অবস্থায় ছিলেন না।

“বোর্ডের স্বাধীন তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, বোর্ডের সঙ্গে তার যোগাযোগ সঙ্গতিপূর্ণ ছিল না, যেটি কোম্পানির দায়দায়িত্ব বা কার্যক্রম চর্চার সক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে। ফলে ওপেনএআইর নেতৃত্বে তার ওপর বোর্ড আর ভরসা করতে পারছে না।”

ওপেনএআই তৈরি করেছে জনপ্রিয় চ্যাটজিপিটি বট। কৃত্রিম বুদ্ধিমত্তার এই কোম্পানি আলোচিত হচ্ছে ‘গুগল ঘাতক’ হিসেবে। সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন আর পয়সা খরচ করে প্রচার বাড়ানোর কনটেন্টের ভিড়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যেখানে বাড়তি ঝক্কি, সেখানে প্রশ্নের উত্তর আস্ত অনুচ্ছেদ আকারে লিখে দিচ্ছে চ্যাটজিপিটি।

৩৮ বছর বয়সী অল্টম্যান এই ওপেনএআইর প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।

তাকে সরিয়ে দেওয়ার পর কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতিকে অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোম্পানির নেতৃত্বে পরবর্তী কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দেখভাল করবেন।

অব্যাহতি পাওয়ার পর অল্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ওপেনএআইয়ে কাটানো সময়গুলোকে তিনি ভালোবাসেন।

“আমার কাছে এটি পরিবর্তনমূলক ছিল, আশা করছি সেটি কিছুটা বিশ্বের জন্যও হলেও। সর্বোপরি আমি এমন প্রতিভাবানদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। পরবর্তীতে কী হবে- সে ব্যাপারে আরও কিছু বলার আছে।”

২০০৫ সালে যাত্রা শুরু করে ওপেনএআই। ২০১৯ সালে এটি পুনর্গঠন করা হয়। কোম্পানিতে অল্টম্যানের অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করে ওপেনএআই বলছে, বোর্ড সদস্যরা মনে করছেন, এখন নতুন নেতৃত্ব প্রয়োজন।

স্যাম অল্টম্যানকে অব্যাহতির বিষয়টি এআই সেক্টরে বেশ নাড়া দিয়েছে। বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না।

তাকে সরানোর প্রতিবাদে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওপেনএআইর প্রেসিডেন্ট এবং সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও।

এক্সে তিনি লিখেছেন, “আট বছর আগে আমার অ্যাপার্টমেন্টে একসঙ্গে আমরা যা তৈরি করেছি, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। আমরা একসঙ্গে কঠিন ও দুর্দান্ত সময় পার করেছি। অসম্ভব সব কারণ থাকা সত্ত্বেও অনেক অর্জন পেয়েছি।

“কিন্তু আজকের (অল্টম্যানের অব্যাহতি) খবরের ভিত্তিতে আমিও দায়িত্ব ছেড়ে দিচ্ছি।”