গত বছর ট্রুথ সোশাল আয় করেছে কেবল ৪১ লাখ ডলার, যেখানে সামগ্রিক আর্থিক লোকসান ছিল পাঁচ কোটি ৮২ লাখ ডলার।
Published : 03 Apr 2024, 06:57 PM
২০২৩ সালে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর আয়ের কেবল ০.১ শতাংশ আয় ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালের, এমনই উঠে এসেছে নতুন এক পরিসংখ্যানে।
সোমবার মার্কিন নিয়ন্ত্রকদের কাছে জমা দেওয়া নথিতে দেখা গেছে, গত বছর ট্রুথ সোশাল আয় করেছে কেবল ৪১ লাখ ডলার, যেখানে সামগ্রিক আর্থিক লোকসান ছিল পাঁচ কোটি ৮২ লাখ ডলার।
কোম্পানিটি শেয়ারবাজারে আত্মপ্রকাশের এক সপ্তাহেরও কম সময়ে এ তথ্য প্রকাশ করল মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’, যেখানে কোম্পানিটির বাজারমূল্য ছিল এক হাজার একশ কোটি ডলারের বেশি।
২০১৩ সালে টুইটারের ‘আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং)’ প্রকাশের আগে কোম্পানিটির আয় ছিল সাড়ে ৬৬ কোটি ডলার, যা ট্রুথ সোশালের আইপিও প্রকাশের পূর্বাবস্থার তুলনায় একশ গুণেরও বেশি।
২০২২ সালে ইলন মাস্ক কোম্পানিটি কিনে একে ব্যক্তিমালিকানাধীন করে ফেলার পাশাপাশি এর নাম বদলে ‘এক্স’ রাখেন, যার ফলে কোম্পানিটির নিজস্ব আয়ের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা উঠে গেছে। তবে অনুমান বলছে, ২০২৩ সালে এক্স-এর আয় ছিল ৩৪০ কোটি ডলারের আশপাশে, যা ট্রুথ সোশালের চেয়ে এক হাজার গুণ বেশি।
এদিকে, আয়ের পাশাপাশি ব্যবহারকারীর সংখ্যাও কমেছে ট্রুথ সোশালে, যেখানে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানির আয় ছিল কেবল সাত লাখ ৫১ হাজার ডলার, যা ২০২২ সালের একই সময়ের হিসাবে ৩৯ শতাংশ কম।
এর আগে ট্রুথ সোশাল দাবি করেছিল, তাদের অ্যাপে সাইন আপ করেছেন ৮০ লাখেরও বেশি মানুষ। তবে, বাজার বিশ্লেষক কোম্পানি ‘সিমিলারওয়েব’-এর তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটির সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ছিল পাঁচ লাখেরও কম।
সে তুলনায় মেটার সর্বশেষ বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী, ফেইসবুকের মাসিক ব্যবহারকারী সংখ্যা তিনশ কোটির বেশি।
ট্রুথ সোশাল শেয়ারবাজারে প্রবেশের পর থেকে ট্রাম্পের সম্পদ বেড়েছে কয়েকশ কোটি ডলার, যেখানে ‘ব্লুববার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এ বিশ্বের সবচেয়ে ধনী পাঁচশ ব্যক্তির তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিনি।
সোমবার নিজেদের আর্থিক আয় ও লোকসানের হিসাব প্রকাশের পর ট্রুথ সোশালের মালিক কোম্পানি ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর শেয়ারমূল্য কমেছে ২০ শতাংশের বেশি।