Published : 02 May 2024, 09:24 PM
বেটিংয়ের নিয়ম ভেঙে নিষিদ্ধ থাকার মধ্যেই ফের একই কারণে শাস্তি পেলেন সান্দ্রো টোনালি। নিউক্যাসল ইউনাইটেডের এই ইতালিয়ান মিডফিল্ডারকে দুই মাসের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফ)।
আগামী মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত আর নিয়ম না ভাঙলে এই শাস্তি ভোগ করতে হবে না ২৩ বছর বয়সী এই ফুটবলারকে।
গত জুলাইয়ে ইতালির দল এসি মিলান থেকে ইংলিশ ক্লাব নিউক্যাসলে যোগ দেন টোনালি। ইতালিতে ফুটবল ম্যাচে বেটিং করার জন্য গত অক্টোবরে তাকে ১০ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
একই ধরনের নতুন অপরাধে গত মার্চে তাকে অভিযুক্ত করেছিল এফএ। নিউক্যাসলে যোগ দেওয়ার পর ফুটবল ম্যাচে ৪০ থেকে ৫০ বার বেটিং করার কথা স্বীকার করেছেন টোনালি।
তাকে ২০ হাজার পাউন্ড জরিমানাও করেছে এফএ।