চীনে হুয়াওয়ের সঙ্গে কোম্পানির প্রতিযোগিতা বেড়ে যাওয়ার পাশাপাশি নিরাপত্তাকে কারণ দেখিয়ে বেইজিং কঠোর নজরদারি চালুর পরপরই দেশটি সফর করলেন অ্যাপল সিইও।
Published : 21 Oct 2023, 05:17 PM
অ্যাপল সিইও টিম কুককে চীনের ডিজিটাল অর্থনীতির বিকাশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রিমিয়ার ডিং জিউজিয়াং।
চীনে আইফোন ১৫ উন্মোচিত হয়েছে এক মাসেরও কম সময় আগে। এর মধ্যেই দেশটিতে হঠাৎ সফরে আসা কুককে এ কথা বলেন জিউজিয়াং।
অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীনে হুয়াওয়ের সঙ্গে কোম্পানির প্রতিযোগিতা বেড়ে যাওয়ার পাশাপাশি নিরাপত্তাকে কারণ দেখিয়ে বেইজিং কঠোর নজরদারি চালুর পরপরই দেশটিতে সফর করলেন কুক।
একসময় অ্যাপলের প্রায় প্রতিটি পণ্য চীনে উৎপাদিত হলেও কোভিড লকডাউনের শেষ পর্যায়ে চীনে রোগের প্রকোপ ফের দেখা দিলে জিরো টলারেন্স নীতিতে চলে যায় উৎপাদক দেশটি। এর ফলে বাজারে পণ্য সরবরাহে ভুগতে হযেছে অ্যাপলকে। এরপর থেকেই ভারতসহ বিভিন্ন দেশে আইফোনসহ বিভিন্ন গ্যাজেট উৎপাদনের বিকল্প বেছে নেয় অ্যাপল।
বাজার বিশ্লেষক কোম্পানি কাউন্টারপয়েন্ট রিসার্চ বলেছে, চীনে আইফোন ১৫ উন্মোচনের প্রথম ১৭ দিনে ফোনের বিক্রি আইফোন ১৪’র তুলনায় সাড়ে চার শতাংশ কম। তবে, ফোন বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি কোম্পানিটি।
সেপ্টেম্বরে সরকারী কর্মীদের দাপ্তরিক কাজে আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন।
“নিজ দেশের বিকাশে অ্যাপল’সহ অন্যান্য বিদেশী কোম্পানিকে আরও সুযোগ দিতে চায় চীন।” --চীনের রাষ্ট্রায়ত্ত রেডিও’র তথ্য অনুসারে, বৃহস্পতিবার কুকের সঙ্গে বৈঠকে বলেছেন ডিং।
জবাবে কুক বলেন, চীনের বাজারে অ্যাপলের সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী। আর চীনে উচ্চমাত্রার প্রযুক্তিগত উৎপাদন ও ডিজিটাল অর্থনীতির বিকাশে সহযোগিতার কথাও বলেন তিনি।