জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় উন্মোচনের সময় চীন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির কাছে ব্যবহারকারীর অনুমতি না নিয়েই তাদের ব্যক্তিগত তথ্য পাঠিয়েছে ডিপসিক।
Published : 25 Apr 2025, 05:34 PM
সম্মতি ছাড়াই চীনা এআই অ্যাপ ডিপসিক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা অন্য কোম্পানির কাছে পাঠিয়েছে বলে অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ বলেছে, দক্ষিণ কোরিয়ার বাজারে চীনা অ্যাপটি যখন ব্যবহার করা যেত ওইসময় অনুমতি ছাড়াই ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও তা অন্য কোথাও স্থানান্তর করেছে চীনা এই এআই স্টার্টআপটি।
দক্ষিণ কোরিয়ার এমন অভিযোগের বিরুদ্ধে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিপসিক।
দেশটির ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন’ এক বিবৃতিতে বলেছে, জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় উন্মোচনের সময় চীন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির কাছে ব্যবহারকারীর অনুমতি না নিয়েই তাদের ব্যক্তিগত তথ্য পাঠিয়েছে এআই স্টার্টআপটি।
ফেব্রুয়ারিতে নতুন করে দেশটির নাগরিকদের জন্য ডিপসিক এআই অ্যাপের ডাউনলোড বন্ধ করেছে দক্ষিণ কোরিয়ার তথ্য সুরক্ষা কমিশন।
ওই সময় কমিশন বলেছে, দেশটির নাগরিকদের জন্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত কমিশনের যে নিয়ম রয়েছে তা মেনে না চলার কথা স্বীকার করেছে ডিপসিক।
বৃহস্পতিবার কমিশন বলেছে, ডিভাইস, নেটওয়ার্ক ও অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের যেখানে প্রবেশ করিয়ে বিভিন্ন এআই প্রম্পটে থাকা তাদের কনটেন্টও ‘বেইজিং ভলকানো ইঞ্জিন টেকনোলজি কোম্পানি’কে পাঠিয়েছে ডিপসিক।
এ বিষয়ে ডিপসিক কমিশনকে বলেছে, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতেই ভলকানো ইঞ্জিনে তথ্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা এবং ১০ এপ্রিল থেকে এআই প্রম্পট কনটেন্ট পাঠানোও বন্ধ করেছে স্টার্টআপটি।
কমিশন বলেছে, ডিপসিকের জন্য সংশোধনমূলক এক সুপারিশ জারির সিদ্ধান্ত নিয়েছে তারা, যাতে ভলকানো ইঞ্জিনে পাঠানো ব্যবহারকারীদের এআই প্রম্পট কনটেন্ট অবিলম্বে মুছে ফেলা এবং বিদেশে থাকা তাদের দেশের মানুষের ব্যক্তিগত তথ্য পাঠানোর বিষয়ে আইনি নজিরও স্থাপন করা যায়।