Published : 02 Dec 2023, 04:53 PM
মুক্তির দ্বারপ্রান্তে চলে এসেছে এ প্রজন্মের বহুল প্রতিক্ষীত আরপিজি গেইম ‘জিটিএ-৬’।
জনপ্রিয় গেইমটির নির্মাতা ‘রকস্টার গেইমস’ ঘোষণা দিয়েছে, আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় মুক্তি পাবে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ গেইমটির ট্রেইলার।
তবে গেইমটি কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
এরপরও গেইমের ট্রেইলার মুক্তির ঘোষণা আসায় অনেক ভক্তই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম এক্স-এ রকস্টারের ঘোষণা দেওয়া পোস্টটি কেবল দুই ঘণ্টায় দুই কোটি ৬০ লাখের বেশি ভিউ পেয়েছে।
জনপ্রিয় এ ফ্রাঞ্চাইজের সর্বশেষ সংস্করণ জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ১০ বছর আগে। আর এক কোটি ৮৫ লাখ গেইম কপি বিক্রি করে মাইনক্রাফটের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গেইম হওয়ার কৃতিত্ব অর্জন করে এটি।
বিবিসি বলছে, রকস্টার গেইমস সম্ভবত বেশ কয়েক বছর ধরে জিটিএ-৬ নিয়ে কাজ করলেও গেইমটি যে নির্মাণ পর্যায়ে আছে, তা প্রথমবার নিশ্চিত করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে।
এর আগে কোম্পানির প্রেসিডেন্ট স্যাম হাউজার বলেছেন, ফ্রাঞ্চাইজের ২৫তম বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে তারা ডিসেম্বরে এর ট্রেইলার প্রকাশ করছেন।
এ ছাড়া, স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের গেইমিং ক্যাটাগরিতে নিজেদের বিভিন্ন গেইম আনতে এরইমধ্যে চুক্তি করেছে রকস্টার গেইমস।
এর ফলে, ১৪ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সের মোবাইল সংস্করণে ‘জিটিএ-৩’, ‘ভাইস সিটি’ ও ‘স্যান অ্যান্ডিয়েস’-এর মতো জনপ্রিয় গেইমগুলো খেলার সুযোগ পাবেন গেইমাররা।
দীর্ঘ অপেক্ষা
জিটিএ সিরিজের প্রথম গেইম প্রকাশ পেয়েছিল ১৯৯৭ সালে। এদিকে, ‘জিটিএ-৬’ গেইম সিরিজটির ষষ্ঠ সংস্করণ হলেও এর মাঝে বিভিন্ন প্ল্যাটফর্মে গেইমটির বেশ কিছু ‘স্পিন-অফ’ সংস্করণও প্রকাশ পেয়েছে।
তবে নতুন গেইম নিয়ে দীর্ঘ অপেক্ষার কারণে গত এক দশকে এ গেইম সংশ্লিষ্ট নানা গুজব ‘পপ কালচার প্রজন্মের আলোচনার মূল বিষয়’ হয়ে ওঠে।
‘জিটিএ-৪’ প্রকাশের পাঁচ বছর পর ‘জিটিএ-৫’ গেইমটি বাজারে এলেও এর মাঝে দুটি বড় ‘সিংগেল-প্লেয়ার এক্সপ্যানশন প্যাক’ প্রকাশ করেছিল গেইমের নির্মাতা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই দীর্ঘ অপেক্ষার মূল কারণ হতে পারে ‘জিটিএ’ গেইমের অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণ, যার মাধ্যমে প্রতি বছর কোটি কোটি ডলার আয় করেছে কোম্পানিটি।
জিটিএ-৫ এর জনপ্রিয়তা এত বেশি ছিল যে গেইমটি বেশ কয়েকবার পুনরায় প্রকাশ করা হয়েছে। এমনকি তিনটি ভিন্ন প্রজন্মের ‘হোম কন্সোল’-এও এসেছে গেইমটি।