চার হাজার চারশ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই মাস্ক সেইসব বিজ্ঞাপনদাতাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, যারা কোম্পানির বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন ছিলেন।
Published : 16 Jul 2023, 04:16 PM
সামাজিক মাধ্যম টুইটারের বিজ্ঞাপনী আয় কমে গিয়ে ঠেকেছে অর্ধেকে। ফলে, আর্থিক লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি। এমনই বলছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।
শনিবার এক ব্যবহারকারীর ব্যবসায়িক উপদেশ সংশ্লিষ্ট টুইটের জবাবে মাস্ক বলেন, “আয়ের চেয়ে এখনও ব্যয় বেশি। কারণ, কোম্পানির বিজ্ঞাপনী আয় হয়ে গেছে প্রায় অর্ধেক, এর পাশাপাশি আছে বিশাল ঋণের বোঝা।”
We’re still negative cash flow, due to ~50% drop in advertising revenue plus heavy debt load. Need to reach positive cash flow before we have the luxury of anything else.
— Elon Musk (@elonmusk) July 15, 2023
“আমাদের অন্য কোনো রকম বিলাসিতা দেখানোর আগে অর্থ প্রবাহের দিক ঘুরানো দরকার।”
গত অক্টোবরে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই মাস্ক সেইসব বিজ্ঞাপনদাতাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, যারা কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং কনটেন্ট মডারেশনে ভিন্ন পদ্ধতি অবলম্বনের মতো বিষয়াদি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এ ছাড়া, সাইটে নিষিদ্ধঘোষিত কয়েকটি হাই প্রোফাইল অ্যাকাউন্টকেও প্ল্যাটফর্মে ফেরার সুযোগ দেন তিনি।
এপ্রিলে মাস্ক বলেন, প্ল্যাটফর্মটি ছেড়ে চলে যাওয়া বেশিরভাগ বিজ্ঞাপনদাতাই ফিরে এসেছেন। ফলে, বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি লাভের মুখ দেখতে পারে, এমন সম্ভাবনার কথাও তখন বলেন তিনি।
মে মাসে বিজ্ঞাপন খাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকা মিডিয়া কোম্পানি ‘এনবিসিইউনিভার্সাল’-এর সাবেক নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে টুইটারের নতুন সিইও হিসেবে নিয়োগ দেন মাস্ক।
তবে, পরবর্তীতে ব্যবহারকারীর টুইট দেখার সংখ্যায় লাগাম টানার সিদ্ধান্তে অনেক ব্যবহারকারীকেই খেপিয়ে দিয়েছে টুইটার। এমনকি কেউ কেউ এমন অভিযোগও করেন, তারা সাইটে প্রবেশ করতে পারছেন না। মাস্ক অবশ্য বলছেন, এই নিষেধাজ্ঞার কারণ হল অননুমোদিত ডেটা স্ক্র্যাপিং ঠেকানো।
এ মাসেই টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে মেটার নতুন টেক্সটভিত্তিক অ্যাপ ‘থ্রেডস’, যা পাঁচ দিনের মধ্যেই ১০ কোটি ব্যবহারকারী পেয়ে রেকর্ড গড়েছে। সেবাটির বিরুদ্ধে টুইটার আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিল।