পিসির সঙ্গে এক্সবক্স কন্ট্রোলার যুক্ত করার সবচেয়ে সহজসরল উপায় হলো ইউএসবি কেবল। কোন ধরনের কেবল ব্যবহার করতে হবে সেটি নির্ভর করছে কন্ট্রোলার-এর ওপর।
Published : 18 Jun 2024, 04:07 PM
যাদের কাছে গেইমিং ডিভাইস এক্সবক্স নেই কিন্তু উইন্ডোজ পিসিতে বসেই এক্সবক্সের মতো গেইম খেলা উপভোগ করতে চান, এবং একসঙ্গে অনেকে গেইম খেলার জন্য পিসির সঙ্গে এক্সবক্স কন্ট্রোলার জুড়ে দেওয়ার দরকার হতে পারে।
একজন ব্যবহারকারীর পিসি ও ডিভাইসের ওপর ভিত্তি করে এক্সবক্স কন্ট্রোলার পিসিতে যুক্ত করার বিভিন্ন উপায় রয়েছে। ওয়্যারলেস সংযোগ কিংবা কেবল সংযোগের মাধ্যমে একটি কন্ট্রোলার পিসির সঙ্গে সংযোগ করা যায়।
চলুন প্রযুক্তি বিষয়ক সাইট হাও-টু গিক-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে জেনে নেওয়া যাক পিসিতে কন্ট্রোলারের সংযোগ দেওয়ার সহজ তিনটি নিয়ম।
ইউএসবি কেবল
পিসির সঙ্গে এক্সবক্স কন্ট্রোলার যুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো ইউএসবি কেবল। কোন ধরনের কেবল ব্যবহার করতে হবে সেটি নির্ভর করছে কন্ট্রোলার-এর ওপর। উদাহরণ হিসেবে, নতুন ও সর্বশেষ সংস্করণের এক্সবক্স কন্ট্রোলার এবং ‘এলিট ২’ কন্ট্রোলারের ক্ষেত্রে ইউএসবি টাইপ-সি কেবল ব্যবহার করতে হবে। অন্যদিকে, এর আগের জেনারেশনের ‘এক্সবক্স ওয়ান’ ও ‘এলিট ভার্শন ১’ কন্ট্রোলারের ক্ষেত্রে প্রয়োজন হবে মাইক্রো-ইউএসবি কেবল।
এ পদ্ধতিতে কন্ট্রোলারটি সংযোগ করতে, কেবলের একটি প্রান্ত কন্ট্রোলারে এবং অন্য প্রান্তটি পিসির ইউএসবি পোর্টে প্লাগ-ইন করুন৷
ইউএসবি কেবলের মাধ্যমে সঠিকভাবে সংযোগ হয়ে গেলে কন্ট্রোলারের এক্সবক্স বোতামে আলো জ্বলে উঠবে, যা নির্দেশ করে যে এটি ব্যবহারের জন্য তৈরি। বেশিরভাগ ক্ষেত্রে কোনো বাড়তি সেটিং ছাড়াই কন্ট্রোলারটি কাজ করবে। তবে, কন্ট্রোলারটি কাজ না করলে এর ‘ফার্মওয়্যার’ আপডেট করার পরামর্শ দিয়েছে হাও-টু গিক।
ব্লুটুথ
কেবল ব্যবহার না করতে চাইলে, ব্লুটুথ কানেকশনের মাধ্যমে এটি পিসিতে সংযুক্ত করা সম্ভব। পিসিতে বিল্ট-ইন ব্লুটুথ না থাকলে একটি ইউএসবি ব্লুটুথ ডিভাইস কিনে নিতে পারেন। এটি বিল্ট-ইন ব্লুটুথের মতোই কাজ করে এবং এতে লক্ষ্য করার মতো তেমন ‘ল্যাগ’-ও পাওয়া যায় না।
ব্লুটুথের মাধ্যমে সংযোগ করতে চাইলে প্রথমে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে সেটিংস চালু করুন। সেটিংস পৃষ্ঠা থেকে ‘ডিভাইসেস’ অপশনে ক্লিক করুন।
ডিভাইসেস পৃষ্ঠায় ‘ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইসেস’ অপশনে ক্লিক করুন। এরপরে ‘অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস’ অপশনে যান। একটি ‘অ্যাড আ ডিভাইস’ উইন্ডো চালু হবে। সেখানে ‘ব্লুটুথ’ অপশনটি বেছে নিন।
এরপরে এক্সবক্সের কন্ট্রোলারটিকে পেয়ারিং মোডে নিন। এটি করতে কন্ট্রোলারের মাঝের এক্সবক্স বোতামে চাপ দিয়ে পাওয়ার অন করুন।
কন্ট্রোলার চালু হয়ে গেলে পেয়ারিং বোতামটি কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরে রাখুন, যতক্ষণ না এক্সবক্স বোতামটি দ্রুত জ্বলজ্বল করে ওঠে। পেয়ারিং বোতামটি কন্ট্রোলারের ইউএসবি পোর্টের ঠিক ওপরেই পেয়ে যাবেন।
কন্ট্রোলারটি পেয়ারিং মোডে চলে গেলে, কম্পিউটারের ‘অ্যাড এ ডিভাইস’ তালিকায় ‘এক্সবক্স ওয়্যারলেস কন্ট্রোলার’ লেখা উঠলে সেটির পরে ক্লিক করুন। এবং ‘ডান’ বোতামে ক্লিক করে পদ্ধতিটি শেষ করুন।
এক্সবক্স ওয়্যারলেস অ্যাডাপটার
পিসিতে এক্সবক্স কন্ট্রোলার যোগ করার তৃতীয় আরেকটি উপায় রয়েছে। তবে, এ ক্ষেত্রে ব্যবহারকারীকে একটি আলাদা এক্সবক্স ওয়্যারলেস অ্যাডাপ্টার ইউএসবি কিনতে হবে। এটি এক্সবক্সের অফিসিয়াল অ্যাকসেসরি ডিভাইস হওয়ায় এর ভালো ‘ল্যাটেন্সি’ ও বাড়তি ‘রেঞ্জ’ রয়েছে বলে লিখেছে হাও-টু গিক। পাশাপাশি, এ ইউএসবি ডিভাইসটি একইসময়ে পিসির সঙ্গে ৮টি এক্সবক্স কন্ট্রোলার যুক্ত করার সুযোগ দেয়।
এটি ব্যবহার করার জন্য, প্রথমে পিসির ইউএসবি পোর্টে এক্সবক্স ওয়্যারলেস অ্যাডাপ্টারটি প্লাগ-ইন করুন। ডিভাইসের পেয়ারিং বোতামটি চাপ দিয়ে ধরে রাখুন, যতক্ষণ না ডিভাইসের আলো জ্বলজ্বল করে ওঠে।
এরপরে, ওপরের নিয়ম অনুসারে এক্সবক্স কন্ট্রোলার চালু করে পেয়ারিং মোডে যান।
এক্সবক্স ওয়্যারলেস অ্যাডাপটারের মাধ্যমে কন্ট্রোলারটি স্বয়ংক্রিয়ভাবেই কম্পিউটারের সঙ্গে যুক্ত হবে। এটি কাজ না করলে ব্লুটুথের মাধ্যমে কন্ট্রোলারটি সংযুক্ত করার জন্য ওপরের পদ্ধতি অনুসরণ করুন। তবে, ‘অ্যাড এ ডিভাইস’ পৃষ্ঠায় ব্লুটুথ বেছে নেওয়ার পরিবর্তে ‘এভরিথিং এলস’ বেছে নিয়ে অ্যাডাপটারের মাধ্যমে পিসিতে কন্ট্রোলারের সংযোগ দিতে পারবেন।
ওপরের তিনটি পদ্ধতিতে পিসির সঙ্গে এক্সবক্স কন্ট্রোলারের সংযোগ দেওয়া বেশ সহজ। আর পিসি গেইমারদের জন্য এক্সবক্স কন্ট্রোলার উপযুক্ত কারণ এগুলো ভালো কাজ করে, এ কন্ট্রোলার গুলো বেশ শক্তপোক্ত এবং এতে বিভিন্ন ধরনের অপশন ও ফিচার দেওয়া থাকে।