“ডানা হচ্ছেন ইউএফসির সভাপতি ও প্রধান নির্বাহী। এটিকে বিশ্বের সবচেয়ে দামী ও সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইভেন্টে পরিণত করেছেন তিনি।”
Published : 07 Jan 2025, 03:24 PM
আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসি’র সভাপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সহযোগী ডানা হোয়াইটকে নিজেদের পরিচালনা পর্ষদে যোগ করেছে মেটা।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিজেদের ‘সুসম্পর্ক গড়ে তুলতেই’ প্রযুক্তি জায়ান্টটি ডানা হোয়াইটকে নিজেদের বোর্ডে যোগ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
সোমবার মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেইসবুকে লিখেছেন, “ডানা হচ্ছেন ইউএফসির সভাপতি ও প্রধান নির্বাহী। এটিকে বিশ্বের সবচেয়ে দামী ও সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইভেন্টে পরিণত করেছেন তিনি।”
“এমন একটি জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করার জন্য তার উদ্যোক্তা দক্ষতার প্রশংসা করছি আমি।”
গত সপ্তাহে মেটা ঘোষণায় বলেছে, কোম্পানিটির অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা ও গ্লোবাল অ্যাফেয়ার্স কর্মকর্তা হবেন সিনিয়র রিপাবলিকান কর্মকর্তা জোয়েল কাপলান। হোয়াইট হাউসের সাবেক ‘ডেপুটি চিফ অফ স্টাফ’ ছিলেন তিনি।
গত সম্পাহে ফেইসবুকের মূল কোম্পানি মেটার ‘গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নিক ক্লেগ। তার স্থলাভিষিক্ত হবেন কাপলান।
নির্বাচনের পরপরই ট্রাম্পের অভিষেক তহবিলে মেটা ১০ লাখ ডলার দেওয়ার পরপরই এমন খবর এল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট। গত নভেম্বরে ট্রাম্পের বাসভবন ‘মার-এ-লাগো’তে তার সঙ্গে নৈশভোজও করেন জাকারবার্গ।
এদিকে, জুলাইয়ে নির্বাচনী প্রচারণার সময় পেনসিলভানিয়ায় এক সমাবেশে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পরপরই উঠে দাঁড়ানোর জন্য ট্রাম্পকে ‘ব্যাডঅ্যাস’ বলে বর্ণনা করেছিলেন জাকারবার্গ। শব্দটির নানা অর্থ থাকলেও এখানে জাকারবার্গ সম্ভবত দুর্দমনীয় অর্থে শব্দটি ব্যবহার করেছেন।
বিগত বছরগুলোতে ট্রাম্প ও জাকারবার্গের সম্পর্ক ছিল বেশ জটিল।
২০২১ সালের জানুয়ারিতে ইউএস ক্যাপিটলে দাঙ্গার পর ফেইসবুক থেকে নিষিদ্ধ হয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। ২০২৩ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত তুলে নেয় মেটা।