এক্স বলছে, পাসকি সুবিধা চালু করার জন্য ব্যবহারকারীকে নতুন করে সাইন আপ করতে হবে না।
Published : 25 Jan 2024, 01:12 PM
সম্প্রতি বেশ কিছু সামাজিক মাধ্যমকে পাসওয়ার্ডের বদলে এর চেয়েও নিরাপদ পাসকি ব্যবহারের সুযোগ দিতে দেখা গেছে। আর এ সুবিধা চালু করা সর্বশেষ কোম্পানি হল ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স।
তবে, ফিচারটি আপাতত কেবল যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।
কোনো ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টে পাসকি সুবিধা চালু করার পর তার ডিভাইস দুটি কি বানায়, যেখানে ‘পাবলিক কি’ সংরক্ষিত থাকে ব্যবহারকারীর সাইন ইন করতে চাওয়া সামাজিক মাধ্যমে (যেমন এক্স)। আর অন্যটি গোপন থাকে তার নিজস্ব ডিভাইসে।
পাসকি সেটআপ সম্পূর্ণ হলে এক্স অ্যাকাউন্টে পাসওয়ার্ডের বদলে পাসকি বাছাই করার সুযোগ পাবেন ব্যবহারকারী। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে নিজের পরিচয় শনাক্ত করাতে পাবলিক কি ব্যবহার করতে হয়, যা তার আইক্লাউড অ্যাকাউন্ট সাইন ইন করা সকল ডিভাইসেই কাজ করবে।
অনেকটা ফোন আনলক করার মতোই কাজ করে এ লগ ইন ব্যবস্থা, যেখানে পিন কোড, আঙ্গুলের ছাপ বা চেহারা স্ক্যানিংয়ের মাধ্যমে পরিচয় যাচাই করাতে হয়। আর পাসকি মনে রাখার মতো বাধ্যবাধকতাও নেই কারণ এটি যথেষ্ট নিরাপদ। উদাহরণ হিসেবে ধরা যায়, ডিভাইসে পাসকি চালু থাকলে ফিশিং আক্রমণের ঝুঁকিও কমে আসে।
Today we’re excited to launch Passkeys as a login option for our US-based users on iOS!
— Safety (@Safety) January 23, 2024
A passkey is a new, easy to use, and secure way to log in to your account - all from your device. Passkeys are more secure than traditional passwords since they’re individually generated by…
এক্স-এর আইওএস অ্যাপে পাসকি সেটআপ করতে ব্যবহারকারীকে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। পরবর্তীতে, অ্যাকাউন্টের ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে প্রবেশ করে ‘সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস’ অপশনটি বাছাই করতে হয়।
এর পর ‘সিকিউরিটি’ অপশন থেকে ‘অ্যাডিশনাল পাসওয়ার্ড প্রোটেকশন’ অপশনে যেতে হয়, যার মেনুতে থাকা ‘পাসকি’ অপশন বাছাই করা লাগে। পরবর্তীতে, নিজের পাসওয়ার্ড টাইপ করলে স্ক্রিনে দেখানো বিভিন্ন প্রম্পট অনুসরণ করতে হবে ব্যবহারকারীকে।
কেউ যদি পাসকি মুছে ফেলতে চান, সে ক্ষেত্রেও একই পদক্ষেপগুলোর মধ্য দিয়ে যেতে হবে। আর নিজের পাসওয়ার্ড টাইপ করার ধাপ পেরোলে ‘ডিলিট পাসকি’ নামের অপশন দেখতে পাবেন ব্যবহারকারী।
এক্স বলছে, পাসকি সুবিধা চালু করার জন্য ব্যবহারকারীকে নতুন করে সাইন আপ করতে হবে না। তবে, ডিভাইসে অন্য কোনো ভারী শনাক্তকরণ ব্যবস্থা থাকলে, তা মুছে ফেলে এ সুবিধা চালু করার ধারণাটিও মন্দ নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
পাসকি চালু হলে এক্স-এর এসএমএস ভিত্তিক দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থার প্রয়োজনীয়তাও কমে আসবে, যা এক্স-এর ‘প্রিমিয়াম’ গ্রাহক সেবা চালানো ব্যবহারকারীদের জন্য এনেছিল কোম্পানিটি।