অন্যদের সঙ্গে ওয়ার্কস্পেস ব্যবহারের সময় এটি ব্যবহারকারীর পাসওয়ার্ড, ডাউনলোড, সংগ্রহ, এক্সটেনশন বা কুকি’র মতো বিভিন্ন ব্যক্তিগত তথ্য শেয়ার করবে না।
Published : 07 Apr 2023, 04:42 PM
ব্যবহারকারীকে একক লিংক ব্যবহার করে বিভিন্ন ব্রাউজার ট্যাব সংরক্ষণ ও শেয়ার করার সুবিধা দিতে সীমিত পরিসরে নিজেদের ‘ওয়ার্কস্পেস’ ফিচারের প্রিভিউ সংস্করণ চালু করছে মাইক্রোসফট এজ।
এই ফিচারের প্রথম ঝলক গত বছর দেখা গেলেও নতুন এই প্রিভিউ সংস্করণে এর কার্যক্রমের তুলনামূলক পরিষ্কার চিত্র ফুটে ওঠার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোনো সুনির্দিষ্ট বিষয় সংশ্লিষ্ট বেশ কয়েকটি ট্যাব একত্র করে সেগুলো এজ ব্রাউজারের কোনো লেবেল করা গ্রুপে সংরক্ষণ করতে পারবেন। এটা অনেকটা এজ ব্রাউজারের ‘কালেকশন’ নামের ফিচারে মতো শোনালেও (যেখানে এরইমধ্যে ওয়েবপেইজ সংরক্ষণ ও সাজানোর সুবিধা আছে), ব্যবহারকারীকে অন্যদের সঙ্গে এইসব সংরক্ষিত ট্যাব শেয়ারের সুযোগ দিয়ে এর কার্যকারিতায় আরেকটি নতুন স্তর যোগ করে ওয়ার্কস্পেস।
ওয়ার্কস্পেস ট্যাব এজ ব্রাউজারের ওপরের বামপাশের কোণায় অবস্থিত। এতে ক্লিক করলে ব্যবহাকারী ‘ওয়ার্কস্পেস’ তৈরি, এর নাম দেওয়া ও তার পছন্দের রং বাছাইয়ের মতো বিভিন্ন অপশন দেখতে পাবেন। পরবর্তীতে, তিনি নিজের জন্য প্রাসঙ্গিক ট্যাবগুলো ওয়ার্কস্পেসে যুক্ত করে সেটি যে কারও সঙ্গে শেয়ার করতে পারবেন।
এর জন্য ব্যবহারকারীকে এজ’-এর অ্যাড্রেস বারের ডানপাশে থাকা ‘ইনভাইট’ বাটনে চাপ দিয়ে পরবর্তীতে ‘কপি লিংক’ অপশন বাছাই করতে হবে। তিনি চাইলে এই লিংক ইমেইল, স্ল্যাক বা যে কোনো মেসেজিং সেবার মাধ্যমে পাঠাতে পারেন। তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে, যিনিই এই লিংক পাবেন, তাকে ওয়ার্কস্পেস দেখতে ও সম্পাদনা করতে এজ ব্রাউজার ডাউনলোড করতে হবে। যখন তারা ইনভাইট গ্রহণ করবেন, তখন ব্যবহারকারী নিজের ওয়ার্কস্পেসে তাদের নাম ও আইকন দেখার পাশাপাশি তারা এখন কোন ট্যাবে আছেন, সেটিও দেখতে পাবেন। আর ব্রাউজারের ওপরের বামপাশে থাকা ওয়ার্কস্পেস আইকন থেকে আগের তৈরি কোনো ওয়ার্কস্পেসও দেখতে পারবেন তিনি।
মাইক্রোসফট বলছে, অন্যদের সঙ্গে ওয়ার্কস্পেস ব্যবহারের সময় এটি ব্যবহারকারীর পাসওয়ার্ড, ডাউনলোড, সংগ্রহ, এক্সটেনশন বা কুকি’র মতো বিভিন্ন ব্যক্তিগত তথ্য শেয়ার করবে না। আর অন্যান্য ব্যবহাকারীকে এটি মূল ব্যবহারকারীর একান্ত তথ্যে প্রবেশাধিকার দেবে না। এর উদাহরণ হিসেবে ধব্যবহাকারীর ইমেইলের কথা বলেছে প্রতিবেদন। পাশাপাশি, ব্যবহারকারীর ওয়ার্কস্পেসের বাইরের কোনো ট্যাবও দেখাবে না এটি।