অ্যান্ট-এর বিরুদ্ধে অভিযোগ ছিল- কর্পোরেট ব্যবস্থাপনা, গ্রাহকের আর্থিক সুরক্ষা, লেনদেন ও ব্যবসায়িক মীমাংসা, সেইসঙ্গে অর্থপাচারের মতো ক্ষেত্রে আইন ও নীতিমালা লঙ্ঘনের।
Published : 09 Jul 2023, 04:14 PM
এক বছর পর চীনের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যান্ট গ্রুপের খোলনলচে পাল্টে ফেলার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে চীন সরকার। আর সেইসঙ্গে চীনা এই প্রযুক্তি সাম্রাজ্যের কাছ থেকে প্রায় শতকোটি জরিমানা আদায় করেছে।
অ্যান্ট গ্রুপ ও এর সবগুলো কোম্পানি মিলে ৯৮ কোটি ৪০ লাখ ডলার জারিমানা দিতে হবে, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে চালু করা ‘শিয়াংহোবাও’ স্বাস্থ্যবীমার সকল কার্যক্রম বন্ধ করে ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়ে দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।
অর্থের আকারে এটি চীনে কোনো ইন্টারনেটভিত্তিক কোম্পানিকে করা সর্ব্বোচ্চ জরিমানা বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কর্পোরেট ব্যবস্থাপনা, গ্রাহকের আর্থিক সুরক্ষা, লেনদেন ও ব্যবসায়িক মীমাংসা, সেইসঙ্গে অর্থপাচারের মতো ক্ষেত্রে আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে কোম্পানিটি –এক বিবৃতিতে বলেছে পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি)।
‘সংশোধনে’র সব কার্যক্রম সম্পন্ন করার কথা বলে অ্যান্ট জানিয়েছে তারা “যথাযথ নিষ্ঠা এবং সর্বাত্মক চেষ্টার সঙ্গে” আরোপিত সব আদেশ মেনে চলবে।
আগামীতে সরকারের সঙ্গে আরও নিবিড় সহযোগিতার সম্পর্ক তৈরির কথাও বলেছে কোম্পানিটি, যার শিয়াংহোবাও কার্যক্রমটি চীন সরকার বন্ধ করে দিয়েছে ২০২১ সালেই।
এর আগে একাধিক সূত্রের বরাত দিয়ে অ্যান্টের ওপর জরিমানার হতে পারে এমন খবর প্রকাশ করে রয়টার্স।
অ্যান্টের পাশাপাশি, পিং ব্যাংক, বীমা কোম্পানি পিআইসিসি প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি, পোস্টাল সেভিংস ব্যাংক এবং টেনসেন্ট হোল্ডিংসের লেনদেন মাধ্যম ‘টেনপে’কেও অর্থদণ্ড দেয় দেশটির সরকার। গ্রাহকের ডেটা ব্যবস্থাপনার মতো বিষয়ে ব্যর্থতায় টেনপে’র কপালে জোটে ৪১ কোটি ৪১ লাখ ডলারের জরিমানা।
চীন সরকারের এই কার্যক্রমকে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো প্রযুক্তি সেক্টরের চীন সরকারের ক্র্যাকডাউন হিসাবে বর্ণনা করছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই কার্যক্রমের মাধ্যমে দেশটির অনলাইন প্ল্যাটফর্ম কোম্পানিগুলোর ব্যবসায় “বড় ধরনের গলদ ছিলো” সেগুলো সংশোধন করা গেছে।
ভবিষ্যতে নিয়ন্ত্রক সংস্থাগুলো কোনো নির্দিষ্ট কোম্পানির বদলে পুরো ইন্ড্রাস্ট্রির ওপর নজর দেবে বলে উল্লেখ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিবৃতিতে।
পুঁজিবাজারে আলিবাবার শেয়ার রমরমা
পিবিওসি’র ঘোষণার পরপরই অ্যান্ট গ্রুপের প্রধান ব্যবসায়িক শাখা আলিবাবা গ্রুপের শেয়ারের দাম মার্কিন পুঁজিবাজারে শতকরা নয় শতাংশ, এবং রয়টার্সের খবর প্রকাশের পর হংকংয়ের বাজারে ছয় দশমিক চার শতাংশ বেড়েছে।
চীন সরকারের ‘সাজা কার্যক্রম’ সম্পন্ন হওয়ায় আলিবাবা গ্রুপের ‘মাদারশিপ’ কোম্পানি অ্যান্ট গ্রুপের পুঁজিবাজারে নাম লেখানোর পুরনো পরিকল্পনা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বাধা অপসারিত হল।
অ্যান্ট গ্রুপের শেয়ার বাজারে যাওয়ার অনুমোদন এখন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের অধীনে তৈরি নতুন সংস্থা জাতীয় অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রশাসন (এনএফআরএ) এর হাতে বলে গোপন সূত্রের ভিত্তিতে বলেছে রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সের যোগাযোগের কোনো জবাব দেয়নি সংস্থাটি।
২০২০ এর শেষ দিকে অ্যান্টের আইপিওতে খড়গ নেমে আসার মাধ্যমে চীনের বেসরকারি প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর যে ধরপাকড় শুরু হয়েছিলো, এই জরিমানা সে কার্যক্রমের কার্যত সমাপ্তি ঘোষণা করল।
চীন সরকারের পক্ষ থেকে “জরিমানা আদায় করে কার্যক্রমের সমাপ্তির উদ্যোগে এটা স্পষ্ট যে, দেশটি বেসরকারি সেক্টরে আস্থা ফিরিয়ে এনে স্থিতিশীলতা তৈরি করতে চায়। সেইসঙ্গে চীন স্পষ্ট করে দিচ্ছে, চীনে ব্যবসা করা কোম্পানিগুলোর মান কেমন হবে।” –বলেছেন বেইজিং ভিত্তিক লেন্স কনসাল্টিং এর প্রতিষ্ঠাতা রুকিম কুয়াং।
জ্যাক মা'র চীনে ফিরে আসার পরেই
বিলিওনেয়ার জ্যাক মা প্রতিষ্ঠিত কোম্পানিটির ‘আলিপে’ চীনে সর্বাধিক ব্যবহৃত মোবাইল লেনদেন মাধ্যম। যা গ্রাহকদের ঋণসহ অন্যান্য ব্যবসায় বীমা সুবিধা দেয়।
কোম্পানিটির আইপিও আবেদন স্থগিত হওয়ার আগ পর্যন্ত বিনিয়োগকারীদের হিসাবে কোম্পানিটির বাজার মুল্য ছিলো তিন হাজার কোটি ডলার।
২০২১ সালের এপ্রিল থেকে অ্যান্ট গ্রুপ নিজদের কাঠামোতে পরিবর্তনে আনতে বাধ্য হয়। যার অংশ হিসাবে তাদের নিজেদেরকে ফাইনেশিয়াল হোল্ডিং কোম্পানিতে রূপান্তর করতে হয় এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মতোই মূলধন এবং অন্যান্য নিয়মনীতি তাদের ওপর প্রযোজ্য হয়।
অ্যান্ট-এর অকল্পনীয় অগ্রগতি হতে পারত, যা এই নিয়ন্ত্রণ কাঠামোর বেড়াজালে আটকে গেছে। এতে তাদের দেশীয় লেনদেন ও ঋণদান ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে, যা ফুলেফেঁপে উঠতে পারত –বলেছেন টেকমোয়াট কনসাল্টিং এর অংশীদার জেফ্রি টওসন।
“আলিপে এখন আন্তর্জাতিকভাবে ব্যবসা করছে, অ্যান্টের প্রযুক্তি খাতের সেবাগুলোও বিটুবি চুক্তির জন্য বেশ ভালো অবস্থানে আছে” –বলেন তিনি।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর ও ব্যাংকের পার্টি সেক্রেটারি হিসাবে প্যান গংশেং দায়িত্ব গ্রহনের পরই এই নতুন সিদ্ধান্ত এলো। এই পদক্ষেপ তাকে ব্যাংকটির গভর্নর হিসাবে নিয়োগের আভাস হতে পারে বলছে রয়টার্স।
কোম্পানিটির পুনর্গঠনে নিয়ন্ত্রক সংস্থা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তির মধ্যে একজন প্যান। একাধিক সূত্র বলছে, অ্যান্টকে শোধরাতে একাধিকবার বৈঠকও করেছেন তিনি।
এ বিষয়ে প্যানের ভূমিকা নিয়ে পিবিওসি-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি, বলেছে রয়টার্স।
একাধিক সূত্র বলেছে অ্যান্টের ওপর করা জরিমানার পরিমাণ বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে, একশো এগারো কোটি ডলার পর্যন্ত ধরা হয়েছিল- বলেছে একাধিক সূত্র।
এর আগে এপ্রিলে অন্য একটি প্রতিবেদনে রয়টার্স বলেছিল সরকারি কর্তৃপক্ষ তাদের প্রাথমিক নির্ধারণের চেয়ে অনেক কমিয়ে ষাট কোটি নব্বই লাখ ডলার করার কথা ভাবছিল।
গত বছরে চীনের সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রক সংস্থা ডিডি গ্লোবালকে একশো বিশ কোটি ডলার জরিমানা করার পর থেকে এখন পর্যন্ত অ্যান্টের এই জরিমানাটিই সর্ব্বোচ্চ।
এর আগে ২০২১ সালে একচেটিয়া বাজার আধিপত্য বিস্তারের অভিযোগে আলিবাবাকে প্রায় আড়াইশো কোটি ডলার জরিমানা করে চীন সরকার। এমন একটা সময়ে এই নতুন জরিমানার খবরটি এলো যখন চীন তার ১৭ লাখ কোটি ডলারের বেসরকারি সেক্টরে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে, তার অংশ হিসাবে এবছরের শুরুতে চীন সবধরনের কোভিড বিধিনিষেধ তুলে নেয়।
জ্যাক মা বেশ কয়েকমাস বিদেশে কাটিয়ে এই বছরের শুরুতে চীনে ফিরে আসেন। এর পরপর এই জরিমানার খবরটি এলো। মা আলিবাবাকে প্রতিষ্ঠা করেছেন এবং ২০২০ সালে চীন সরকারের নিয়ন্ত্রন নিয়ে মন্তব্য করার পর তাকে আর তেমন জনসম্মুখে দেখা যায়নি। তার সেই মন্তব্যের পরপরই পুরো ইন্ড্রাস্ট্রির ওপর নেমে আসে খড়্গ।
আগে অ্যান্ট পরিচালনায় শতকরা ৫০ ভাগ ভোটের অধিকার ছিলো তার, কিন্তু গত জানুয়ারিতে তিনি বলেন, কোম্পানিটি শোধরানোর অংশ হিসাবে তিনি দায়িত্বভার ছেড়ে দিচ্ছেন।