গবেষক ও আইন প্রণেতাদের কাছে ক্রমাগত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা। কারণ এ প্রযুক্তি মানুষের জন্য অস্তিত্বের হুমকি তৈরি করতে পারে।
Published : 31 Jan 2025, 11:49 AM
কোনও মানুষের সহায়তা ছাড়াই সফলভাবে কোনো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের নিজের প্রতিলিপি করার যে সীমা, সেই ‘বিপদ রেখা’ পেরিয়ে গেছে এটি– এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
গবেষণাটি করেছেন চীনের ‘ফুদান ইউনিভার্সিটি’র গবেষকদের একটি দল। তারা বলছেন, এআইয়ের এমন অগ্রগতি ধূর্ত এআইয়ের উত্থানেরই প্রাথমিক লক্ষণ, যার শেষ পর্যন্ত মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করার সম্ভাবনা আছে।
গবেষণায় দুটি ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এলএলএম পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। একটি হচ্ছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার ‘লামা’ ও আরেকটি চীনের প্রযুক্তি কোম্পানি আলিবাবার ‘কুয়েন’, যা এরইমধ্যে সবখানেই ব্যবহারের জন্য পাওয়া যায়।
এআইয়ের পক্ষে স্বাধীনভাবে নিজের একটি কার্যকর প্রতিরূপ তৈরি করা সম্ভব কি না তা বোঝার জন্য এ দুটি এআই নিয়ে তারা গবেষণাটি করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
বন্ধ করার প্রক্রিয়ায় এদেরকে যখন ক্লোন করার নির্দেশ দেওয়া হয় তখন এ দুটি মডেল ১০টি পরীক্ষার মধ্যে অর্ধেকেরও বেশিটিতে সফলভাবে নিজেদের প্রতিলিপি তৈরি করেছে। এর থেকে ইঙ্গিত মেলে, এ ধরনের ঘটনা এরইমধ্যে সম্ভব হয়ে থাকবে।
গবেষকরা সতর্ক করে বলেছেন, “কোনও মানুষের সাহায্য ছাড়াই সফল স্ব-প্রতিলিপি তৈরির বিষয়টি মানুষের চেয়ে বুদ্ধিমান হওয়ার জন্য এআইয়ের একটি প্রাথমিক পদক্ষেপ। পাশাপাশি ধূর্ত এআইয়ের জন্যও প্রাথমিক আভাস এটি।”
“এ কারণেই মানুষের সহায়তা ছাড়াই স্ব-প্রতিলিপিকে এআই সিস্টেমের কয়েকটি বিপদ রেখার মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃত।”
গবেষক ও আইন প্রণেতাদের কাছে ক্রমাগত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা। কারণ এ প্রযুক্তি মানুষের জন্য অস্তিত্বের হুমকি তৈরি করতে পারে।
গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিভাগ বলেছিল, এআই টুল তৈরি করে এমন বিভিন্ন কোম্পানির জন্য তারা তৈরি করবে ‘বিশেষ আইন’।
‘ফ্রন্টিয়ার এআই সিস্টেমস হ্যাভ সারপাসড দ্য সেলফ রেপ্লিকেটিং রেড লাইন’ শীর্ষক শিরোনামে এ গবেষণাটি প্রকাশ পেয়েছে প্রিপ্রিন্ট ডেটাবেস ‘আরএক্সআইভি’তে।
পিয়ার-পর্যালোচনার জন্য অপেক্ষা করছে গবেষণাটি। মানে, এখনও এটি অন্য গবেষকরা যাচাই করেননি।
গবেষকরা বলেছেন, “এ গবেষণার ফলাফল থেকে বোঝা যাচ্ছে, বর্তমানের বিভিন্ন এআই সিস্টেম এরইমধ্যেই স্ব-প্রতিলিপি তৈরির সক্ষমতা দেখিয়েছে। এরপর এর টিকে থাকার সক্ষমতা আরও বাড়তে পারে এবং নিজেদের প্রজাতির আকার বাড়াতে এ সক্ষমতা ব্যবহার করতে পারে এরা।”