Published : 06 May 2025, 06:45 PM
ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট, সে বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরিজা রিবেরা।
তিনি বলেছেন, ইউরোপীয় আইনের সঙ্গে একমত হোক বা না হোক, মাইক্রোসফট ইইউ’র নিয়মকানুন মেনে চলবে বলে মাইক্রোসফটের চেয়ারম্যান ব্র্যাড স্মিথ ইউরোপীয় কমিশনকে জানিয়েছেন।
সোমবার সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় ডিজিটাল প্রতিযোগিতা, বাণিজ্য ও গত সপ্তাহে স্পেন ও পর্তুগালে ঘটে যাওয়া বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট নিয়েও কথা বলেছেন রিবেরা। এ সময় মাইক্রোসফটের এমন মনোভাবের প্রশংসাও করেছেন তিনি।
রিবেরা বলেছেন, “আমার মনে হয় এ বিষয়টি মেনে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ যে, আমরা যদি ইউরোপের বাজারে কাজ করতে চাই তাহলে আমাদের নিয়ম মেনে চলতেই হবে ও আমরা সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকব, যা ‘আপনারা আমাকে টার্গেট করছেন কারণ আমি একজন আমেরিকান’, এমন কথা বলার চেয়ে অনেক ভালো।”
তিনি আরও বলেছেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে বৈঠকে এ দুটি দৃষ্টিভঙ্গিই দেখেছে কমিশন।
গত মাসে মাইক্রোসফট বলেছে, তাদের চ্যাটিং ও ভিডিও অ্যাপ ‘টিমস’কে বিশ্বের সব জায়গায় ‘অফিস’ স্যুট থেকে আলাদা করে বিক্রি করবে তারা। এর ছয় মাস পরেই সম্ভাব্য ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট মামলার জরিমানা এড়াতে ইউরোপে এ দুটি পণ্য আলাদা করে দিয়েছে কোম্পানিটি।
এর আগে ‘সেলসফোর্স’-এর মালিকানাধীন সফটওয়্যার কোম্পানি ‘স্ল্যাক’ ইউরোপীয় কমিশনের কাছে অভিযোগ করেছিল, অন্যদের জন্য প্রতিযোগিতাহীন করে তুলছে মাইক্রোসফটের ‘টিমস’ অ্যাপ। কারণ ‘টিমস’কে ‘অফিস’ সফটওয়্যারের সঙ্গে একসঙ্গে বান্ডল আকারে বিক্রি করছে কোম্পানিটি।
রিবেরা বলেছেন, “আমরা এমন সব বড় বড় কোম্পানি নিয়ে কথা বলছি, যারা অনেক প্রভাবশালী। আর তাদের আয়ের এক বড় অংশ বা প্রায় এক-তৃতীয়াংশ আসে ইউরোপ থেকেই।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ইইউ বাণিজ্য যুদ্ধ এড়াতে চায় তবে তা “যে কোনও মূল্যে নয়”।