Published : 06 May 2025, 08:39 PM
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) হয়ে গেল ‘ক্যারিয়ার ও নেটওয়ার্কিং ডে’।
প্রায় ৬০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মঙ্গলবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়েছে।
দিনভর এ আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে আইইউবির শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে সরাসরি কথা বলার পাশাপাশি, চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দিয়েছেন। সেইসঙ্গে প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতেও অংশ নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড ক্যারিয়ার ডে’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিদার এ হোসেইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মন যাতে সায় দেয়, সেই পথে যাও। যা করতে ভালো লাগে, সেটা কর। অর্থ উপার্জনই শেষ কথা নয়। নিজের জন্য একটা জায়গা তৈরি করতে হবে, বুঝতে হবে তুমি কোথায় যাচ্ছ। যেই সুযোগটা পেয়েছ, আজকে যারা এসেছে তোমাকে ক্যারিয়ারে সাহায্য করতে, তাদের কথা ভাবো। তারপর বুঝেশুনে সিদ্ধান্ত নাও কোন কাজটা তুমি করতে চাও।”
অধ্যাপক ম. তামিম বলেন, “পাশ করার পর শিক্ষার্থীরা যেন একটা ভালো জায়গায় কাজের সুযোগ পায়, তা নিশ্চিত করা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় দায়িত্ব। আইইউবিতে আমরা ‘ক্যারিয়ার ডে’ এমন একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যেখানে অ্যাকাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সংযোগ তৈরি হয়। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যেন তারা চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারে।”
ক্যারিয়ার ডে-তে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, বিকাশ লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এসিআই পিএলসি এবং এম এম ইস্পাহানি লিমিটেড অংশগ্রহণ করে।
এ ছাড়া শেভরন বাংলাদেশ, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার টয়লেট্রিজ, ইফাদ গ্রুপ, এসকইয়ার ইলেকট্রনিক্স, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড, এইচএস এন্টারপ্রাইজ (হোন্ডা পাওয়ার প্রোডাক্টস বাংলাদেশ), সামিট কমিউনিকেশনস, সুপারস্টার গ্রুপ, টিচ ফর বাংলাদেশ, ফকির অ্যাপারেলস, হা-মীম গ্রুপ, রহিম আফরোজ (বাংলাদেশ) লিমিটেড, বিএসআরএম, এপেক্স ফুটওয়্যার, অগমেডিক্স বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস পিএলসি, এটিএন নিউজ এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড অংশগ্রহণ করে।