আইপ্যাড এয়ারের জন্য একটি নতুন ম্যাজিক কিবোর্ড ও বেইস আইপ্যাডের জন্য একটি আপডেটও উন্মোচন করেছে অ্যাপল।
Published : 05 Mar 2025, 03:00 PM
গুঞ্জন ছিল এ সপ্তাহেই নতুন পণ্য আনতে চলেছে অ্যাপল। সেরকম আভাষও দিয়েছিলেন কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুক। অ্যাপলের এই নতুন উন্মোচিত পণ্যটি হচ্ছে আইপ্যাড এয়ার।
কোম্পানিটির সর্বশেষ ‘আইপ্যাড এয়ার’ ২০২২ সালের মে মাসে চালু করেছিল আইফোন নির্মাতা কোম্পানিটি। তবে এতে কোম্পানিটির নিজস্ব ‘এম ২’ চিপ ব্যবহার করেছে অ্যাপল।
এবার এ নতুন আপডেটেড আইপ্যাড এয়ার-এ নিজেদের ‘এম ৩’ চিপ ব্যবহার করেছে অ্যাপল। তবে এ ডিভাইসটিকে এর আগের সংস্করণের চেয়ে কতটা দ্রুত তৈরি করেছে কোম্পানিটি তা জানায়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অ্যাপল দাবি করেছে, ‘এম ৩’ চিপের এ সংস্করণটি ২০২২ সালে বাজারে আসা আইপ্যাড এয়ার-এর ‘এম ১’ চালিত চিপের চেয়ে দ্বিগুণ দ্রুত চলবে। এ ছাড়া, নতুন আইপ্যাডের বাকি সবকিছুই একই রয়েছে। ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি এ দুটি আকারে এবং চারটি ভিন্ন রঙে পাওয়া যাবে আইপ্যাড এয়ার।
এসব ডিভাইসের দামও আগের সংস্করণের মতোই রয়েছে। ছোট মডেলের আইপ্যাড এয়ারের দাম পাঁচশ ৯৯ ডলার ও বড় আকারের দাম সাতশ ৪৯ ডলার থেকে শুরু।
সোমবার এক এক্স পোস্টে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন, “এ সপ্তাহে” কিছু ঘটবে। এ সময় “সামথিং হ্যাপেনিং ইন দ্য এয়ার” ট্যাগলাইনটি ব্যবহার করেন তিনি। ওই সময় থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ধারণা তৈরি হয়, নতুন ম্যাকবুক এয়ারের পাশাপাশি আইপ্যাড এয়ারও এবার আনতে পারে অ্যাপল।
আইপ্যাড এয়ারের জন্য একটি নতুন ম্যাজিক কিবোর্ড ও বেইস আইপ্যাডের জন্য একটি আপডেটও উন্মোচন করেছে এই কুপারটিনো জায়ান্ট।
‘ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং’ বিভাগের দায়িত্বে থাকা অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট বব বোরচার্স বলেছেন, “আইপ্যাড এয়ারের এত জনপ্রিয়তার কারণ হচ্ছে, এর শক্তিশালী কর্মসক্ষমতা, সহজে বহন করতে পারা যায় ও উন্নত আনুষাঙ্গিক সহায়তার অতুলনীয় সমন্বয়, যা সবই সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন গ্রাহকরা।
“অ্যাপল পেন্সিল প্রো’ নোট নেওয়া কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে ভ্রমণকারী ও কন্টেন্ট নির্মাতাদের জন্য, যাদের চলার পথে প্রোডাক্টিভিটির প্রয়োজন। এম ৩ চিপ, অ্যাপল ইন্টেলিজেন্স ও নতুন ম্যাজিক কিবোর্ড আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে আইপ্যাড এয়ারকে।”
অ্যাপল আরও বলেছে, আইপ্যাড বেইসকে আরও সাশ্রয়ী ও কোম্পানিটির নিজস্ব নতুন চিপ দিয়ে আপডেট করবে তারা। সেটিও একই দামে অর্থাৎ এর দাম হবে তিনশ ২৯ ডলার। এ দুটি নতুন আইপ্যাড এখন কেবল প্রি-অর্ডার করা যাবে এবং এগুলো বাজারে আসবে ১২ মার্চ।