“ক্যামেরার মাধ্যমে আমরা কেবল কমোডে যা থাকে তার ছবিই তুলি। এক্ষেত্রে ব্যবহারকারীর অন্য কোনও ডেটা বা তথ্য আমাদের কাজের সঙ্গে প্রাসঙ্গিক নয়।”
Published : 21 Oct 2024, 06:24 PM
মানব বিষ্ঠার ছবি তুলতে পারে এমন এক বিশেষ ধরনের ক্যামেরা বিক্রি করছে টেক্সাসের অস্টিনভিত্তিক স্টার্টআপ থ্রোন।
টয়লেটে থাকা কমোডের এক পাশে ক্লিপের মাধ্যমে আটকানো থাকে ক্যামেরাটি, যার মাধ্যমে মানব বিষ্ঠার ছবি তোলে এটি। আর, দেহে অন্ত্রের স্বাস্থ্য ও পানির মাত্রার মতো বিভিন্ন বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানতে মানব বিষ্ঠা পরীক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্যামরাটি।
নিজেদের তৈরি এ প্রযুক্তিকে ‘অন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা’ বলে বর্ণনা করেছে স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ থ্রোন। কোম্পানিটি বলছে, ক্যামেরার এআই সিস্টেমটি “চিকিৎসকদের মাধ্যমে বিশেষভাবে প্রশিক্ষিত। যাতে ব্যবহারকারীরা বুঝতে পারেন তাদের স্বাস্থ্য সম্পর্কে কোন কোন তথ্য দিচ্ছে বিষ্ঠা।”
এজন্য মানব বিষ্ঠায় পাওয়া স্বাস্থ্যের বিভিন্ন লক্ষণ খুঁজে দেখেছেন চিকিৎসকরা, যার মধ্যে রয়েছে দেহের হাইড্রেশন মাত্রা নির্ধারণের জন্য প্রস্রাবের ‘সুক্ষ্ণ পার্থক্যও’।
শুক্রবার এক পোস্টে কোম্পানিটি বলেছে, “ক্যামেরার মাধ্যমে আমরা কেবল কমোডে যা থাকে তার ছবিই তুলি। এক্ষেত্রে ব্যবহারকারীর অন্য কোনও ডেটা বা তথ্য আমাদের কাজের সঙ্গে প্রাসঙ্গিক নয়। যে কোনও ধরনের অপ্রাসঙ্গিক ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে আমরা ইমেজ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করি, যেটি নিশ্চিত করে, ক্যামেরায় কেবল টয়লেট সম্পর্কিত তথ্যই থাকছে।”
কোম্পানিটি কী ধরনের ছবি বা তথ্য ক্যামরায় সংগ্রহ করছে তা পুরোপুরি দেখতে পাবেন ব্যবহারকারী। এ ছাড়া, ক্যামেরায় থাকা ডেটা বা তথ্য মুছে ফেলতে কোম্পানিটির কাছে অনুরোধ জানাতে পারেন তারা। তাদের অনুরোধের ভিত্তিতে সবকিছু মুছে ফেলবে থ্রোন। ব্যবহারকারীর সব ধরনের ডেটা টিএলএস ১.২ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে এনক্রিপ্ট থাকবে কোম্পানির বিভিন্ন সার্ভারে।
“আমরা কোনও ব্যবহারকারীর ডেটায় প্রবেশ করি না। কেবল বেনামী ও সমষ্টিগত বা মোট ডেটা বিশ্লেষণ করে আমাদের দলটি। যার মানে, ডেটা বা তথ্য ব্যবহার করে মূল ব্যবহারকারীর কাছে পৌঁছানো সম্ভব নয়।”
নাইট ক্যাপিটাল, রিফ ভেঞ্চারস ও হাসল ফান্ড-এর মতো বিনিয়োগকারীদের কাছ থেকে শুরুতে ১২ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে কোম্পানিটি।