সারভাইভাল মোডের পাশাপাশি বিভিন্ন অস্ত্র আনলক করার জন্য ‘গিটার ফ্রি প্লে’ নামের নতুন মোড ও আসল গেইমের অসমাপ্ত লেভেল খেলার সুযোগও এসেছে এতে।
Published : 19 Nov 2023, 03:02 PM
শীঘ্রই প্লেস্টেশন ৫-এ আসবে ‘লাস্ট অফ আস পার্ট ২’ গেইমের রিমাস্টার্ড সংস্করণ --এমনই ঘোষণা দিয়েছে গেইমটির নির্মাতা ‘নটি ডগ’।
ঘোষণার একদিন আগে জনপ্রিয় এই গেইম নিয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। সেই তথ্য বলছে, গেইমটি প্রকাশের তারিখ হচ্ছে ২০২৪ সালের ১৯ জানুয়ারি।
নটি ডগের কনটেন্ট ব্যবস্থাপক জনাথন ডর্নবুশ গেইমের ঘোষণা দেওয়া ব্লগ পোস্টে বলেন, গেইমের নতুন সংস্করণে সবচেয়ে বড় সংযোজন হতে যাচ্ছে ‘নো রিটার্ন’ নামের ‘সারভাইভাল মোড’, যেখানে গেইমারকে গেইমের বিভিন্ন মিশন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজ সাহসের প্রমাণ দিতে হবে।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গেইমে কয়েকটি নতুন চরিত্রে খেলার সুযোগ মিলবে। এ ছাড়া, বিভিন্ন শত্রুর বিপক্ষে চুরি ও মুষ্টিযুদ্ধের মতো মিশনের পাশাপাশি বেশ কিছু চমক দেখানো অস্ত্রও খুঁজে পাওয়া যাবে এতে।
আসন্ন গেইমটির খুঁটিনাটি সম্পর্কে কথা বলতে গিয়ে ডর্নবুশ বলেন, গেইমের ‘ফিডেলিটি’ মোডে আউটপুট থাকবে ‘৪কে’ হিসেবে। পাশাপাশি, পারফর্মেন্স মোডের আউটপুটও ১৪৪০ পিক্সেল থেকে ৪কে’তে নেওয়া হয়েছে। এ ছাড়া, ‘ভেরিয়েবল রিফ্রেশ রেট (ভিআরআর)’ সমর্থিত টিভিতে গেইম খেলার সময় এর ফ্রেমরেটও ‘আনলক’ করার সুবিধা পাবেন গেইমার। এমনকি গেইমের ‘লোডিং টাইম’-এর পাশাপাশি ‘হ্যাপ্টিক ফিডব্যাক’ ও ‘অ্যাডাপ্টিভ ট্রিগার’-এর মতো ডুয়ালসেন্স ফিচারগুলোও আগের চেয়ে উন্নত করা হয়েছে। এইসব কারিগরি কথাবার্তার মূল বিষয় হলো মনিটরে গেইমের ভিজুয়ার আরও প্রাণবন্ত হবে।
সারভাইভাল মোডের পাশাপাশি বিভিন্ন অস্ত্র আনলক করার জন্য ‘গিটার ফ্রি প্লে’ নামের নতুন মোড ও আসল গেইমের অসমাপ্ত লেভেল খেলতে পারার সক্ষমতাও যোগ করা হয়েছে এতে।
কোনো গেইমার এরইমধ্যে ‘পিএস৪’-এ ‘লাস্ট অফ আস পার্ট ২’ গেইমটি খেলে ফেললে ‘রিমাস্টার্ড’ সংস্করণ খেলতে তাকে মাসে গুনতে হবে ১০ ডলার। এ ছাড়া, মূল গেইমের সেইভ করা অংশও আনা যাবে এতে।
‘প্লেস্টেশন নেটওয়ার্ক’ সাইটে আসন্ন গেইমের বিস্তারিত ফাঁস হয়ে যায় শুক্রবার। ‘লাস্ট অফ আস পার্ট ২’ গেইমটি প্রথম পিএস৪-এ প্রকাশ পেয়েছিল ২০২০ সালে। আর ২০২১ সালে পিএস৫-এর জন্য প্রকাশ পায় গেইমের ‘প্যাচ’ সংস্করণ। এ ছাড়া, গত বছর পিএস৫-এ ‘লাস্ট অফ আস পার্ট ১’ গেইমের রিমেইক সংস্করণ প্রকাশ করেছে সনি।
দুর্ভাগ্যজনকভাবে লাস্ট অফ আস গেইমের প্রেক্ষাপটে এইচবিও’র বানানো ড্রামা সিরিজের দ্বিতীয় সিজন আসতে এখনও অনেক সময় বাকি। এরই মধ্যে গেইমের রিমাস্টার্ড সংস্করণ খেলে গেইমাররা সিরিজের পরবর্তী ঘটনা সম্পর্কে ধারণা পেতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।