জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে এসেই বাজিমাত করে ডিপসিক। অ্যাপল স্টোরে যেসব ফ্রি অ্যাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছিল ডিপসিকই।
Published : 15 Mar 2025, 03:08 PM
সিলিকন ভ্যালিতে রাজস্ব বাড়ানোর বদলে গবেষণায় মনোযোগ দেবে ডিপসিক— এমনই উঠে এসেছে এক প্রতিবেদনে।
বৃহস্পতিবার ফাইন্যানশল টাইমস প্রতিবেদনে লিখেছে, আয়ের চেয়ে গবেষণায় বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা এআই চ্যাটবট কোম্পানি ডিপসিক।
কারণ, হঠাৎ করেই ডিপসিকের বিলিয়নেয়ার প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং সিদ্ধান্ত নিয়েছেন, সিলিকন ভ্যালির বিভিন্ন এআই কোম্পানি অর্থাৎ নিজের প্রতিদ্বন্দ্বীদের পথ তিনি অনুসরণ করবেন না ।
২০২৩ সালের জুলাই মাসে ডিপসিক প্রতিষ্ঠা করেন লিয়াং ওয়েনফেং। ফোর্বসের মতে, লিয়াংয়ের সম্পদের পরিমাণ বর্তমানে কম করে হলেও একশ কোটি ডলার।
গত মাসে প্রথমবারের মতো কোম্পানিটির যে তহবিল উঠে এসেছে তা ডিপসিকের চলমান ব্যয় মেটানোর জন্য যথেষ্ট ছিল বলে সংশ্লিষ্ট দুইজন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এআইকে আরও কার্যকর ও সহজে ব্যবহারের উপযোগী করার দিকে মনোযোগ দিয়েছে ডিপসিক এআই। তাদের বিভিন্ন এআই মডেল বহুমুখী কাজ করতে পারে।
নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ ও এগুলোকে পরিচালনার জন্য প্রয়োজনীয় নানা রিসোর্সও কমিয়ে আনার ওপর জোর দিচ্ছে ডিপসিক।
এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে এসেই বাজিমাত করে ডিপসিক। ওই সময় অ্যাপল স্টোরে যেসব ফ্রি অ্যাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছিল ডিপসিকই।
ওই সময় ডিপসিককে এআইয়ের ‘অন্যতম বিস্ময়কর ও চমকপ্রদ অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন সিলিকন ভ্যালির ভেনচার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ড্রিসেন।
এদিকে, দেশটির নাগরিকদের জন্য ডিপসিক এআই অ্যাপের ডাউনলোড বন্ধ করেছে দক্ষিণ কোরিয়ার তথ্য সুরক্ষা কমিশন।
এর আগে, প্রাইভেসি নীতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাটির উদ্বেগ দূর করতে ব্যর্থ হওয়ার কারণে দেশটিতে ডিপসিকের এআই চ্যাটবট নিষিদ্ধের নির্দেশ দিয়েছে ইতালির ডেটা সুরক্ষা কমিশন ‘গারান্তে’।