প্রজাপতির ডানার মতো করে তৈরি ‘বাটারফ্লাই শ্যাডো’ ও ‘লুমিনাস লুপ’-- এই দুটি ডিজাইনের মাধ্যমে ‘রেনো১৩ সিরিজ’ নতুন মানদণ্ড তৈরি করেছে।
Published : 16 Feb 2025, 05:25 PM
এবার দেশের বাজারে ‘রেনো১৩ সিরিজ’-এর স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড অপো।
আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার থাকা এটিই দেশের প্রথম স্মার্টফোন বলে দাবি ব্র্যান্ডটির। ‘অপো রেনো১৩ ৫জি’ ও ‘অপো রেনো১৩ এফ’ নামের দু’টি মডেল দেশের বাজারে আনছে অপো।
চীনা কোম্পানিটি বলেছে, এ সিরিজের স্মার্টফোনে গ্রাহকদের জন্য অপেক্ষা করছে ‘ফ্যাশন ও প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধন’। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফ্যাশন উপাদানের সমন্বয়ে এ ডিভাইসটি তৈরি হয়েছে। এ দুটি স্মার্টফোনের মাধ্যমে পানিতেও ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’ রয়েছে ফোন দুটিতে, যা ধুলাবালি ও পানি থেকে সুরক্ষা দেবে স্মার্টফোনগুলোকে।
প্রজাপতির ডানার মতো করে তৈরি ‘বাটারফ্লাই শ্যাডো’ ও ‘লুমিনাস লুপ’-- এই দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতা ও ভাব প্রকাশে ‘রেনো১৩ সিরিজ’ নতুন মানদণ্ড তৈরি করেছে বলে দাবি অপোর।
ব্র্যান্ডটি বলেছে, ‘রেনো১৩ সিরিজ’ এ আরো রয়েছে ‘এআই লাইভফটো’র নতুন ফিচার, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবি বা ভিডিওকে আরও প্রাণবন্ত করে। এসব ফোনে ‘ভিজুয়াল রিকগনিশন অ্যালগরিদম’ থাকায় বিভিন্ন শট ধারণ করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করবে এটি। পাশাপাশি এসব ফোনে থাকা ‘এআই ইরেজার ২.০’ এর মাধ্যমে ছবি ঠিক রেখেই অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দেওয়ার মতো কাজগুলো করা সম্ভব।
কোম্পানিটি বলেছে, ‘অপো রেনো১৩ সিরিজ’ এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে, ‘আইওএস’ অপারেটিং সিস্টেম এর সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+’ কানেক্ট অ্যাপ ব্যবহার করে অপো ফোন ও ‘আইওএস’ এর মধ্যে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যায়। অ্যাপল এর পাশাপাশি অপোর স্মার্টফোন থেকে সরাসরি টিকটক’সহ অন্যান্য সামাজিক মাধ্যমে সরাসরি ছবি (লাইভফটোস) আপলোড করা যাবে।
‘অপো রেনো১৩ সিরিজ’ এ রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, পাঁচ হাজার ৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র্যাম ও ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ ও ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯,৯৯০ টাকায়।
এ ছাড়া, রেনো১৩ এফ এ রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, পাঁচ হাজার ৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র্যাম ও ২৫৬জিবি রম। এটি পাওয়া যাবে ‘পাম পার্পল’ ও ‘গ্রাফাইট গ্রে’ রঙে ৩৪,৯৯০ টাকায়।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউট’-এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেছেন, “বাংলাদেশে সর্বাধুনিক ও যুগান্তকারী আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মোড এর পরিচয় করিয়ে দেবার মাধ্যমে ‘অপো রেনো১৩ সিরিজ’ এদেশে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে।”