নরেন্দ্র মোদীর নিজের প্রদেশ গুজরাটে এই কারখানাটি স্থাপিত হওয়ার কথা রয়েছে, যেখানে উৎপাদন সহায়তা হিসাবে ১৩৪ কোটি ডলার প্রণোদনা মিলবে।
Published : 21 Jun 2023, 05:51 PM
মার্কিন চিপনির্মাতা মাইক্রন টেকনোলজিকে ২৭০ কোটি ডলার খরচে সেমিকন্ডাকটর পরীক্ষণ ও প্যাকেজিং কারখানা স্থাপনের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রীসভা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগেই মঙ্গলবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন দেশটির সরকারের এক ঊর্ধতন সূত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের প্রদেশ গুজরাটে এই কারখানাটি স্থাপিত হওয়ার কথা রয়েছে, যেখানে উৎপাদন সহায়তা হিসাবে ১৩৪ কোটি ডলার প্রণোদনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার আগে নিজের পরিচয় গোপন রেখে জানিয়েছে সূত্রটি।
প্রণোদনা প্যাকেজটির বিশাল আকারের কারণে মন্ত্রীসভার অনুমোদনের প্রয়োজন ছিলো বলে উল্লেখ করা হয়। মাইক্রনের পরিকল্পনার কথা এর আগেও গণমাধ্যমে এলেও তাতে অনুমোদনের তথ্য ছিল না।
মাইক্রনের মুখপাত্র এবং দেশটির প্রযুক্তি মন্ত্রণালয়সহ ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কেউই কোনো জবাব দেননি।
এই সফরে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করবেন ফেডএক্স ও মাস্টারকার্ডসহ বেশকিছু শীর্ষ মার্কিন কোম্পানি প্রধানের সঙ্গে এবং ২২ জুলাই হোয়াইট হাউজে একটি রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তিনি।
ভারতে বিনিয়োগের জন্য হোয়াইট হাউজ মার্কিন চিপ কোম্পানিগুলোকে চাপ দিচ্ছে সেই সঙ্গে আরও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা চলমান রয়েছে, মার্কিন প্রশাসনের বরাত দিয়ে বলেছে রয়টার্স। এরই মধ্যে এলো ভারতে মাইক্রনের কারখানার তৈরির পরিকল্পনা।
বাউডেন চীনে মার্কিন কোম্পানিগুলোর ব্যবসা করার ঝুঁকি কমাতে চান। সেইসঙ্গে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের সঙ্গে মার্কিন অর্থনীতির সম্পর্ক বাড়াতে চান বলেছে মার্কিন প্রশাসনের সূত্রটি।
বেশকিছু মার্কিন কোম্পানির ভারতে বিনিয়োগের চিন্তাভাবনায় হোয়াইট হাউজ ‘অনুপ্রাণিত’ বলেছেন বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
প্রস্তাবিত এই কারখানাটিতে অ্যাসেম্বল, পরীক্ষণ, যাচাই ও মোড়কাজাত করা হবে যা সানান্দ শহরে স্থাপিত হবে বলে জানিয়েছেন এই অনুমোদনের বিষয়ে অবগত ভারতের শিল্পখাতের একটি সূত্র।
এরকম কারখানায় সেমিকন্ডাকটর চিপ যাচাই-বাছাই ও মোড়কাজাত করা হলেও বানানো হয় না। মাইক্রন চিপের যন্ত্রাংশগুলো এনে এখানে তাদের গ্রাহকদের কাছে পাঠানোর জন্য প্যাকেজিং করতে পারবে, অথবা অন্য কোম্পানিও চিপ এখান থেকে যাচাই করিয়ে নিতে পারবে।
ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রে পরিণত করার মোদীর দৃশ্যকল্পকে বেগবান করবে মাইক্রনের এই কারখানাটি, তবে প্রকৃত উৎপাদনের পরেই আসবে সত্যিকারের সাফল্য– বলেছে দেশটির শিল্পখাতের ওই সূত্র।
ফক্সকনের সঙ্গে যৌথ মালিকানায় একটিসহ মোট তিনটি বড় কোম্পানি ভারত সরকারের সেমিকন্ডাক্টর শিল্পের প্রণোদনার জন্য চেষ্টা করলেও বড় প্রযুক্তি অংশীদারের অভাবে সেগুলো এগোয়নি বলে এ মাসের শুরুতেই রয়টার্স বলেছিল এক প্রতিবেদনে।
সূত্রটি বলেছে, মাইক্রন চুক্তিটি মোদীর দৃশ্যকল্প বাস্তবায়নে সাহায্য করলেও কাজের কাজ হতে বহু দেরি ভারতকে সেমিকন্ডাকটর উৎপাদনের ভিত্তি বানানোর কাজটি এখনো বাকি রয়ে গেছে যেটি আসলে এই ধাঁধার মূল অংশ।