ফ্রান্সের প্যারিস শহরে ১০ জুলাই সকাল ৯ টায় অনুষ্ঠিত হতে চলেছে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট’। সেখানে নতুন প্রজন্মের ফোল্ডএবল ফোন উন্মোচনের ইঙ্গিত মিলেছে।
Published : 08 Jul 2024, 04:51 PM
ফ্রান্সের প্যারিস শহরে ১০ জুলাই সকাল ৯টায় অনুষ্ঠিত হতে চলেছে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট’। এখনও এ বিষয়ে কোম্পানিটি কোনো কিছু না জানালেও তাদের ঘোষণার ভিডিও থেকে স্পষ্টভাবে নতুন প্রজন্মের ফোল্ডএবল ফোন উন্মোচনের ইঙ্গিত মিলেছে।
এ ছাড়া আর কী কী থাকতে পারে স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে?
এ ইভেন্টটিতে স্যামসাংয়ের ফোল্ডএবল ফোন ছাড়াও অনেক কিছু থাকতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
ফোনের বাইরে নতুন স্যামসাং ওয়াচ ও গ্যালাক্সি রিংসহ অন্যান্য আরও কী কী ডিভাইস স্যামসাং উন্মোচন করতে পারে সে সম্পর্কেও জেনে নেওয়া যাক —
গ্যালাক্সি রিং
জানুয়ারিতে গ্যালাক্সি রিং আনার ঘোষণা দেয় স্যামসাং। তবে কোম্পানিটি ফেব্রুয়ারিতে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ রিংয়ের একটি প্রোটোটাইপ তৈরির জন্য সাংবাদিকদের কাছ থেকে সময় চেয়েছিল। সেই সময় রিংয়ের রং, আকার ও এর বিভিন্ন সেন্সর কী ধরনের ডেটা সংগ্রহ করবে সে সম্পর্কে কিছুটা তথ্য প্রকাশ করে স্যামসাং। তবে এর দাম কত হবে, এতে কী ধরনের স্বাস্থ্যবিষয়ক সেন্সর থাকবে ও কবে এটি বাজারে আসছে তা নিয়ে কিছু বলেনি কোম্পানিটি।
তবে গুজব রয়েছে, স্যামসাং রিংয়ের দাম প্রায় তিনশ থেকে সাড়ে তিনশ ডলার হবে। এর সঙ্গে একটি ফিটনেস ও স্বাস্থ্যবিষয়ক সাবস্ক্রিপশন যুক্ত করতে পারে স্যামসাং। তবে ব্যাটারি সক্ষমতা প্রকাশ করা ছাড়া গ্যালাক্সি রিং সম্পর্কে স্যামসাং আর কোনো তথ্যই প্রকাশ করেনি।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬
গ্যালাক্সি জেড ফোল্ডএবল সম্পর্কে অনেক তথ্য এরই মধ্যে ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, জেড ফোল্ড ৬-কে উন্নত আপডেটসহ উন্মোচন করা হবে। এর নকশা, অনেক বেশি উজ্জ্বল স্ক্রিনসহ এতে দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতা দেওয়া হবে।
এদিকে গুজব উঠেছে, ফোল্ড ৬-এর স্ক্রিনের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি এতে একটি ‘ভেপার চেম্বার কুলিং সিস্টেম’ ও চার হাজার এমএএইচ ব্যাটারি বা ৩৭৯০ এমএএইচ ব্যাটারি (বর্তমান মডেলের ব্যাটারি সক্ষমতা ৩৭০০ এমএএইচ রেট করা হয়েছে) সক্ষমতা থাকতে পারে। সেকেন্ডারি স্ক্রিন হিসেবে এতে ওলেডের পরিবর্তে একটি আইপিএস প্যানেল থাকবে।
ফোন দুটো হালকা, পাতলা ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের মাধ্যমে চলবে বলে আশা করা হচ্ছে।
গ্যালাক্সি এআই
স্যামসাং খুব দ্রুতই এআই প্রতিযোগিতায় নিজেদের যুক্ত করেছে। সেই ধারাবাহিকতায় কোম্পানিটির গ্যালাক্সি ফোন ও নানা ডিভাইসে বিভিন্ন এআইভিত্তিক ফিচার যুক্ত হতে পারে। তবে এটি প্রথম নয়।
এখন পর্যন্ত ‘গ্যালাক্সি এআই’ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করছে। বিশেষ করে অন-ডিভাইস, ইন-কল অডিও, টেক্সট ট্রান্সলেট, ছবি, ভিডিও এডিটিং এবং গুগলের সার্কল টু সার্চ ফিচারের মতো বিষয়গুলোতে এআই যুক্ত করেছে। এখন দেখার বিষয় কোম্পানিটি আর কী আনে এতে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ
স্যামসাং সম্ভবত নিজেদের পরবর্তী গ্যালাক্সি ওয়াচ উন্মোচনের বিষয়ে কথা বলবে। এখন পর্যন্ত গুজব থেকে ইঙ্গিত মিলেছে, কোম্পানিটি ওয়াচ ৭ বাজারে আনতে পারে। স্যামসাং এরইমধ্যে একটি সাশ্রয়ী মূল্যে গ্যালাক্সি ওয়াচ এফই আনার ঘোষণা করেছে। তবে এটি গ্যালাক্সি ওয়াচ ৭ ‘আল্ট্রা’ নামে উন্মোচিত হতে পারে।
ওয়াচ ৭ আল্ট্রা একটি ‘স্কুইকল কেস’সহ বড় আকারের ওয়াচ হতে পারে। ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, ওয়াচটি দেখতে খানিকটা ‘অ্যাপল ওয়াচ আল্ট্রা’র মতো। এতে সম্ভবত অ্যাপলের ‘অ্যাকশন’ বাটনের মতো ফাংশনওয়ালা একটি ‘থার্ড বাটন’ থাকতে পারে।
নতুন গ্যালাক্সি বাডস
এখনও পর্যন্ত ফাঁস হওয়া খবর বলছে, স্যামসাংয়ের গ্যালাক্সি বাডস ৩ অ্যাপলের তৃতীয় প্রজন্মের বিভিন্ন এয়ারপডের মতো দেখতে। তবে অ্যাপলের মতো বৃত্তাকার হওয়ার পরিবর্তে এটি কৌণিক আকারের এবং নীল ও কমলা রঙের হতে পারে।
এরইমধ্যে রেডিট-এ কেউ কেউ দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে আড়াইশ ডলারে এক জোড়া গ্যালাক্সি বাডস কিনেছেন তারা। ফলে ধারণা করা হচ্ছে, এগুলো এরইমধ্যে খুচরা দোকানে পাওয়া যাচ্ছে।