বিনিয়োগের বদলে অ্যানথ্রোপিকের ১০ শতাংশ মালিকানার পাশাপাশি নিজেদের কাছ থেকে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন রিসোর্স কেনার শর্ত জুড়ে দিয়েছে গুগল।
Published : 04 Feb 2023, 04:47 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ভবিষ্যৎ প্রশ্নে গুগল ও মাইক্রোসফটের মধ্যকার চলমান প্রতিযোগিতা ক্রমশ বেড়েই চলছে।
চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই’র সঙ্গে মাইক্রোসফটের সম্পৃক্ততার পর এবার সম্ভবত কোম্পানিটির সাবেক কর্মীদের তৈরি কোম্পানি ‘অ্যানথ্রোপিক’-এর সঙ্গে কাজ করছে সার্চ জায়ান্ট গুগল।
২০২২ সালের শেষে ব্রিটিশ বাণিজ্য সংবাদপত্র ফাইন্যান্সল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, এই স্টার্টআপ কোম্পানির পেছনে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে গুগল। বিনিয়োগের বদলে অ্যানথ্রোপিকের ১০ শতাংশ মালিকানার পাশাপাশি নিজেদের কাছ থেকে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন রিসোর্স কেনার শর্ত জুড়ে দিয়েছে এই সার্চ জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই যৌথ কার্যক্রম অনেকটা মাইক্রোসফট আর ওপেনএআই’র মধ্যকার অংশীদারিত্বের মতোই। সেখানে, ওপেনএআই গবেষণা দক্ষতার বিষয়টি পর্যবেক্ষণ করে। আর মাইক্রোসফট কেবল কোটি কোটি ডলারই বিনিয়োগ করে না, বরং নিজেদের বিশাল ক্লাউড প্ল্যাটফর্মেও এআই কোম্পানিটির প্রবেশাধিকার দিয়েছে, যা সর্বশেষ ‘কম্পিউট-ইন্টেনসিভ’ এআই মডেল প্রশিক্ষণের জন্য দরকারী।
এদিকে, সাধারণ ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে নিজস্ব চ্যাটবটও তৈরি করছে অ্যানথ্রোপিক। চ্যাটজিপিটি’র এই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর নাম ‘ক্লড’।
তবে, মাইক্রোসফট ও চ্যাটজিপিটি’র মতো গুগল কী ক্লডকে নিজস্ব কার্যক্রমে সম্পৃক্ত করবে কি না, তা পরিষ্কার নয়।
এআই’র ভাষায় বিভিন্ন সিস্টেম তৈরির জন্য গুগলের নিজেরও যথেষ্ট দক্ষ কর্মী রয়েছে। ফাইন্যান্সল টাইমস ধারণা প্রকাশ করেছে, সহজ ভাষায়, এই চুক্তির পেছনে অনুপ্রেরণা হলো গুগলের ক্লাউড কম্পিউটিং ব্যবসা।
আরও পড়ুন
ইতিহাসের দ্রুততম গতিতে বাড়ছে চ্যাটজিপিটি’র গ্রাহক
ওপেনএআই-মাইক্রোসফট ঘনিষ্ঠতা গুগলের জন্য ‘কোড রেড’
ওপেনএআই প্রযুক্তি ব্যবহার করবে মাইক্রোসফট, নাখোশ মাস্ক
অ্যানথ্রোপিক প্রতিষ্ঠার পেছনের গল্পটিও যথেষ্ট চমকপ্রদ। ২০২১ সালে সংস্থাটি তৈরি হয়েছিল ওপেনএআই’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ডারিও আমোডেই’র জনকল্যাণমূলক কর্পোরেশন হিসেবে।
এআই ল্যাংগুয়েজ মডেল ‘জিপিটি-৩’-এর প্রধান প্রকৌশলী টম ব্রাউন’সহ ওপেনএআই’র বেশ কিছু সংখ্যক গবেষককে কোম্পানিতে নিয়োগ দেন আমোডেই।
টাইমস বলছে, কোম্পানির পরিচালনা ব্যবস্থা নিয়ে মত পার্থক্যের কারণে ওপেনএআই থেকে আলাদা হয়ে যান আমোডেই। আরও নির্দিষ্ট করে বললে, ২০১৯ সালে মাইক্রোসফটের সঙ্গে প্রথম চুক্তির সময় কোম্পানির বাণিজ্যিকীকরণের দিকে মনযোগ চলে যাওয়ায়।
এর পর থেকেই, ওপেনএআই’র কার্যক্রম নিয়ে সমালোচনা করেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বেশ কিছু সংখ্যক গবেষক, বিশেষ করে, সঠিক সুরক্ষা ব্যবস্থা বা এর আউটপুট শনাক্তে সক্ষম কোনো সফটওয়্যার ছাড়াই গত বছরের শেষে সর্বজনীনভাবে চ্যাটজিপিটি চালুর পর।
ওই তুলনায়, অ্যানথ্রোপিক নিজস্ব ওয়েবসাইটে ‘নির্ভরযোগ্য, ব্যাখ্যামূলক ও পরিচালনাযোগ্য’ এআই ব্যবস্থা তৈরির পেছনে জোর দেয়। তবে, গুগলের বিনিয়োগে এইসব অগ্রাধিকার বদলে যাবে কি না, সেটিই দেখার বিষয়।
যে কোনো উপায়ে, কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে গুগলের ভবিষ্যৎ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে অনুমান প্রকাশ করেছে ভার্জ। আসন্ন ৮ ফেব্রুয়ারি এই বিষয়ে একটি আয়োজনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
অদূর ভবিষ্যতে চ্যাটজিপিটি’কে সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করার বিষয়ে মাইক্রোসফট আরও তথ্য জানাবে বলেও ধারণা প্রকাশ করেছে ভার্জ।