অ্যাপলের মতে, ভবিষ্যতে সুনির্দিষ্ট খাতগুলোয় বিশেষজ্ঞ করে তোলার লক্ষ্যে এআই মডেল প্রশিক্ষণ দেওয়ার ঘটনা আরও সাধারণ বিষয় হয়ে উঠতে পারে।
Published : 03 Jul 2024, 05:07 PM
এক যুগান্তকারী চুক্তির অংশ হিসেবে চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদে জায়গা পেতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, এমনই উঠে এসেছে প্রতিবেদনে।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে বলেছে, গত মাসে স্বাক্ষর করা এই চুক্তি অনুসারে, ওপেনএআইয়ের পর্ষদে অ্যাপলের প্রতিনিধি হতে যাচ্ছেন অ্যাপলের সাবেক বিপণন প্রধান ফিল শিলার।
তিনি এখনও পর্ষদের কোনো বৈঠকে যোগ না দিলেও বছরের শেষ নাগাদ নতুন পর্ষদ সদস্যদের কাজ শুরু হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
এ চুক্তির অংশ হিসেবে, তিনি হয়ত পর্ষদের বিভিন্ন বৈঠকে একজন পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন। তবে, তার কোনো ভোটাধিকার বা পর্ষদ পরিচালকদের মতো গতানুগুতক ক্ষমতা থাকবে না।
এতে করে ওপেনএআইয়ের বিভিন্ন অভ্যন্তরীণ কাজ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে অ্যাপল, যা কোম্পানির ‘সিরি’র মতো বিভিন্ন ফিচার ও নিজস্ব ডিভাইসগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যোগ করার ক্ষেত্রেও সহায়ক হবে।
জুনের শুরুতে নিজস্ব ডিভাইসে এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র সুবিধা চালু করার উদ্দেশ্যে ওপেনএআইয়ের সঙ্গে বড় এক চুক্তিতে স্বাক্ষর করেছিল অ্যাপল, এর পরপরই সাম্প্রতিক এ পদক্ষেপ এল।
অ্যাপলের মতে, ভবিষ্যতে সুনির্দিষ্ট খাতগুলোয় বিশেষজ্ঞ করে তোলার লক্ষ্যে এআই মডেল প্রশিক্ষণ দেওয়ার ঘটনা আরও সাধারণ বিষয় হয়ে উঠতে পারে।
“আমরা সেরাটাকে দিয়েই শুরু করতে চেয়েছি। আর আমরা মনে করি, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও তাদের নতুন জিপিটি ৪ মডেল আমাদের ব্যবহারকারীদের জন্য সেরা উপায় হতে পারে,” গত মাসে বলেছিলেন টেক জায়ান্ট কোম্পানিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান ক্রেইগ ফেডেরিঘি।
ওপেনএআইয়ের সঙ্গে এ চুক্তি অ্যাপলের সামগ্রিক এআই পরিকল্পনার অংশ, যার মধ্যে রয়েছে কোম্পানির নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ও।
এ ছাড়া, নিবন্ধ ও নোটিফিকেশন সংক্ষেপ করা, কাস্টম ইমোজি ও ছবি তৈরির উপায় এমনকি ভয়েস রেকর্ডিংকে প্রতিলিপিতে রূপান্তর করার মতো বিভিন্ন নতুন ফিচারও থাকতে পারে এ ব্যবস্থায়।
অ্যাপল প্রধান টিম কুক বলেছেন, তাদের এআই নিয়ে কাজ করার পরিকল্পনায়, ‘বিভিন্ন জেনারেটিভ এআই মডেলের সক্ষমতাকে ব্যক্তিগত প্রেক্ষাপটের সঙ্গে সমন্বয় করা হবে যাতে এর বুদ্ধিমত্তা ব্যবহারকারীর জন্য উপকারী ও প্রাসঙ্গিক কিছু হয়।’
এ চুক্তি থেকে এখনও অ্যাপলের আর্থিক মুনাফার কোনো খবর না এলেও তাদের প্ল্যাটফর্মগুলো থেকে চ্যাটজিপিটি’র গ্রাহক সেবায় উপার্জিত অর্থের কিছু অংশ পেতে পারে কোম্পানিটি।
অন্যদিকে, এ চুক্তির সহায়তায় অ্যাপলের কোটি কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছানোর সুযোগ পাবে ওপেনএআই। গত বছর মাইক্রোসফটকে নিজস্ব পর্ষদের ভোটাধিকারবিহীন পর্যবেক্ষক বানাতে একই ধরনের চুক্তি করেছিল কোম্পানিটি।