নিজস্ব উদ্ভাবন ক্ষমতা তৈরি করে, বিদেশী সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা উন্নত করতে চায় চীনের কতৃপক্ষ।
Published : 05 Mar 2024, 02:51 PM
কোয়ান্টাম কম্পিউটিংসহ বিভিন্ন উদীয়মান খাতের জন্য উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে চীন। পাশাপাশি, প্রযুক্তি স্বয়ঙ্গসম্পূর্ণতা অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে দেশটি।
এ নিয়ে আগে থেকেই অনুমান থাকলেও এবার গোপন নথির ভিত্তিতে নিশ্চয়তা মিলল এতে। চীন সরকারের এ সঙক্রান্ত একটি নথি দেখার কথা প্রতিবেদন লিখেছে রয়টার্স।
নথি অনুসারে, ‘বিগ ডেটা’ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রচেষ্টা বাড়ানোর পাশাপাশি একটি ‘এআই-প্লাস’ উদ্যোগ চালু করবে চীন। এ ছাড়া, বড় কৌশলগত ও শিল্প উন্নয়নের লক্ষ্য পূরণে বেশ কয়েকটি বড় বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প হাতে নেবে দেশটি।
“আমরা পুরো বোর্ড জুড়ে উদ্ভাবনের জন্য চীনের সক্ষমতা বাড়াতে, দেশব্যাপী বিভিন্ন সম্পদ একত্রিত করার ক্ষেত্রে নতুন ব্যবস্থার শক্তি পুরোপুরি কাজে লাগাব।” – লেখা হয়েছে নথিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা চীনের ওপর বড় ধরনের আঘাত করায় ভাটা পড়েছে দেশটিতে চিপ ও অন্যান্য উপাদান রপ্তানিতে। সে পরিস্থিতি থেকে বেরোতে সাম্প্রতিক বছরগুলোয় প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে অগ্রাধিকার দিয়েছে দেশটির সরকার।
নিজস্ব উদ্ভাবন ক্ষমতা তৈরি করে ও বিদেশী সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমিয়ে, দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা উন্নত করতে চায় বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ। আর এ লক্ষ্য অর্জনে সম্পদের সঠিক ব্যবহারে সরকারের ভূমিকায় ক্রমবর্ধমানভাবে জোর দিয়েছেন তারা।
এ ছাড়া, প্রথম শ্রেণীর আরও বিজ্ঞানী ও উদ্ভাবনী দলকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি শীর্ষ উদ্ভাবকদের শনাক্তকরণ ও প্রশিক্ষণের জন্য দেশটি উন্নত পদ্ধতি তৈরি করবে বলেও লেখা হয়েছে সরকারি নথিতে।
গত বছর থেকে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে সরকার পুনর্গঠনের অংশ হিসাবে প্রযুক্তি বিষয়ক নীতি তৈরিতে আরও ক্ষমতা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।