প্রাথমিক এই বাছাইয়ের পর অনলাইনে তিনটা এবং সরাসরি অংশগ্রহণে একদিনের একটি কর্মশালা আয়োজিত হবে।
Published : 05 Oct 2024, 04:05 PM
‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘ এর বিভাগীয় বাছাই কার্যক্রম সম্পন্ন হল দেশের ৮টি বিভাগীয় এবং ২টি জেলা শহরে।
১০টি শহরের বিভিন্ন স্কুল এবং কলেজের নির্বাচিত ১৪ থেকে ১৮ বয়সি ছাত্র/ছাত্রীদের জন্য আয়োজিত এই কার্যক্রমের ফাইনাল রাউন্ড এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয় ৪ অক্টোবর শুক্রবার।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাব নগর ক্যাম্পাসে সারাদিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি ড. শামস রহমান এবং ড. আশিক মোসাদ্দেক।
সমপনী আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।
প্রাথমিক এই বাছাইয়ের পর অনলাইনে তিনটা এবং সরাসরি অংশগ্রহণে একদিনের একটি কর্মশালা আয়োজিত হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের জ্যেষ্ঠ কিউরেটর সুকল্যাণ বাছাড়ের পরিচালনায় কর্মশালা শেষে বিজয়ীরা একটি পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষায় প্রথম ১০ জন আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধত্ব করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।
বাছাই পর্বে বিজয়ীদের মধ্যে জুনিয়র গ্রুপে আছেন সরকারি রূপনগর মডেল স্কুল এন্ড কলেজের আমেনা বাশার চৌধুরী, ময়মনসিংহ গভ. ল্যাবরেটরি হাই স্কুলের ফাহিম আহমেদ ও হাবিবা সুলতানা, একই জেলার বিদ্যাময়ী সরকারী বালিকা বিদ্যালয়ের রোকাইয়া আক্তার নৌশিক ও ইউনিক প্রোগেসিভ স্কুলের ওয়াসিফা ইমরানা শিথি ও তাসনিম আহমেদ তামিম, চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ হাই স্কুল এন্ড কলেজের আনাস আবদুল্লাহ, ঢাকার নটর ডেম কলেজের আরিফুজ্জামান আরিফ, মুন্সিগঞ্জ থেকে কে কে গভ. ইনস্টিটিউশনের মুহম্মদ হুসাইন, বরিশালের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ থেকে ওয়াসীর আনিন ও আরিব নাহান সুফিয়ান, সিরাজগঞ্জের রংধনু মডেল স্কুল থেকে মো. মোসাব্বির হোসাইন, চট্রগ্রামের সাউথ এশিয়ান স্কুল থেকে ইফরাদ মোস্তফা, একই জেলার চট্টগ্রাম কলেজিয়াট স্কুল থেকে মোহাম্মদ আবরার রহমান এবং রাজশাহীর শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল থেকে রায়হানুর আলম।
সিনিয়র গ্রুপে আছেন ঢাকার আইডিয়াল কলেজ ধানমন্ডির সোহিনী সম্ভার কংকা, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মো. মাসরুর হোসাইন ফারাবী, নটর ডেম কলেজের রাদ চৌধুরী, মাইলস্টোন কলেজের প্রাজ্ঞ কথন, ও হিড ইন্টারন্যাশনাল স্কুল থেকে সপ্তর্ষী রহমান। রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শ্রী শুভ্র চৌধুরী, খুলনা থেকে আছেন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের মাহফুজুর রহমান আশিক ও খুলনা পাবলিক কলেজের ইবতিশাম ইসলাম অভি। সিলেট থেকে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ হাই স্কুল এন্ড কলেজের মোছা. সুরাইয়া ইসলাম সুইটি, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অর্ণব দাশ, সরকার বাজার হাই স্কুলের আবদুর রহমান লাহী। চট্টগ্রাম থেকে সরকারি সিটি কলেজের আবির দেব ধ্রুব ও চট্টগ্রাম কলেজের সৃষ্টি ভট্টাচার্য ইচ্ছা। মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের তানহা আরিফ, সাতক্ষীরার সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এম এন আযীম খান। ময়মনসিংহ থেকে ময়মনসিংহ সরকারি কলেজের নওমী মানাম ও গভ. ল্যাবরেটরি হাই স্কুলের নিশাত সালসাবিল।