নেটফ্লিক্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ এ গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে গোটা বিশ্বে এর গ্রাহক সংখ্যা ৩০ কোটি ২০ লাখে পৌঁছেছে।
Published : 22 Jan 2025, 04:25 PM
২০২৪ সালের শেষ প্রান্তিকে ১ কোটি ৯০ লাখ নতুন গ্রাহক পেয়েছে নেটফ্লিক্স। রেকর্ড সংখ্যাক গ্রাহক বেড়ে যাওয়ায় শেয়ার বাজারেও ভালো করছে এই স্ট্রিমিং জায়ান্ট।
নতুন গ্রাহক পাওয়ার খবর দেওয়ার পরই মঙ্গলবার যুক্তরাষ্ট্র, কানাডা, পর্তুগাল ও আর্জেন্টিনায় নিজেদের বেশিরভাগ সাবস্ক্রিপশনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
নেটফ্লিক্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ এ গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে গোটা বিশ্বে এর গ্রাহক সংখ্যা ৩০ কোটি ২০ লাখে পৌঁছেছে, যা এই শিল্পে কোম্পানিটির শীর্ষস্থানে অবস্থানকে আরও পাকাপোক্ত করেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।
মঙ্গলবার স্ট্রিমিং পরিষেবাটি ছুটির প্রান্তিকে রেকর্ড সংখ্যক গ্রাহকের কথা প্রকাশের পর বুধবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে তালিকাভুক্ত নেটফ্লিক্সের শেয়ারের দাম ১৪.৩ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মঙ্গলবার লেনদেনের পর কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ ও নিয়মিত লেনদেনের সময়ে বেড়েছে ১.৩৫ শতাংশ।
এর আগে ২০২৪ সালের জুনে নিজেদের টেলিভিশন অ্যাপে এক দশকের সবচেয়ে বড় বদবদল পরীক্ষামূলকভাবে চালু করেছে নেটফ্লিক্স। এসব পরিবর্তনের ফলে দর্শকরা যে কনটেন্ট দেখতে চান, সে বিষয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন বলে কোম্পানিটি দাবি করেছে।
কম খরচের ও বিজ্ঞাপনওয়ালা নিজেদের নতুন সাবসক্রিপশন পরিষেবায় গ্রাহকদের আকৃষ্ট করতে চায় কোম্পানিটি। এ কারণেই অ্যাপে দর্শকদের ব্যয় করা সময় বাড়াতে চেয়েছিল তারা।