অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে ডাকা মেটার এ হেডসেট নিয়ে খবর চাউর হয়েছিল, এটি বাজারে আসতে পারে ২০২৭ সালে।
Published : 26 Aug 2024, 05:41 PM
দীর্ঘদিন ধরে গুজব ছিল অ্যাপল ভিশন প্রো-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাজারে নিজস্ব মিক্সড-রিয়ালিটি হেডসেট আনবে মেটা। তবে সম্প্রতি ওই পরিকল্পনা থেকে সরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে পণ্য নিয়ে পর্যালোচনার এক বৈঠকের পর ‘রিয়ালিটি ল্যাবস’-এর কর্মীদের এই হেডসেট ডিভাইস নিয়ে কাজ বন্ধ করতে বলেছে মেটা, যা কোম্পানির কর্মীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে ডাকা মেটার এ হেডসেট নিয়ে খবর চাউর হয়েছিল, এটি বাজারে আসতে পারে ২০২৭ সালে। আর এর সক্ষমতা ‘কোয়েস্ট ৩’ হেডসেটের চেয়েও বেশি, যেখানে ব্যবহার করা হয়েছে উচ্চমানের ‘মাইক্রো ওলেড’ ডিস্প্লে। এই একই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে অ্যাপল ভিশন প্রো’তেও।
বিভিন্ন প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলছে, ডিভাইসটির নির্মাণখরচ যথেষ্টেই বেশি। আগে অনুমান ছিল এর সম্ভাব্য খরচ হবে এক হাজার ডলারের নিচে। তবে মাইক্রো ওলেড ডিসপ্লে এতো কম দামে তৈরি করা সম্ভব নয়। সে বিষয়টি মাথায় রেখেই ভিশন প্রো’র দাম সাড়ে তিন হাজার ডলার রেখেছে অ্যাপল।
এই প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইসের কাজ বন্ধ হয়ে যাওয়ার আরেকটি সম্ভাব্য কারণ, বাজারে এত দামি হেডসেটের তেমন চাহিদা না থাকা। এরইমধ্যে ভিশন প্রো’র বিক্রি কমেছে, যার আগে মেটার নিজস্ব ‘কোয়েস্ট প্রো’ হেডসেটের দাম দেড় হাজার ডলার করায় বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল কোম্পানিটিকে।
তবে নিজেদের ভিআর ও এআই ডিভাইসের নির্মাণকাজও মেটা বন্ধ করে দিচ্ছে, বিষয়টি এমন নয়। কোম্পানিটি স্রেফ খরচসাপেক্ষ ও ‘হাই-এন্ড’ হেডসেটের মতো ঝামেলার কাজ বন্ধ করে দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
মেটার প্রযুক্তি প্রধান অ্যান্ড্রু বসওয়ার্থ থ্রেডসে দেওয়া এক পোস্টে লিখেছেন, কোম্পানির ‘অনেক প্রোটোটাইপের কাজ এখনও চলমান’ ও ‘এ ধরনের সিদ্ধান্ত প্রায়ই নিতে হয়।’
তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে ‘হাই-এন্ড’ হেডসেটের ধারণা ফেরাতেও পারে মেটা। সম্ভাব্য অনুমান বলছে, কোম্পানিটির ‘কোয়েস্ট ৪’ হেডসেট বাজারে আসতে পারে ২০২৬ সালে।