এসব পরিবর্তন অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে টেলিগ্রামের জনপ্রিয়তাকে কতটা প্রভাবিত করবে তা এখনও অজানা।
Published : 24 Sep 2024, 04:36 PM
আইনি অনুরোধে এখন ব্যবহারকারীদের আইপি ঠিকানা ও ফোন নম্বর সরবরাহ করবে মেসেজিং পরিষেবা অ্যাপ টেলিগ্রাম।
প্রাইভেসিতে নজর দেওয়া প্ল্যাটফর্মটির সিইও পাভেল দুরভ বিষয়টি জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
প্ল্যাটফর্মের এ নীতি পরিবর্তনের বিষয়টি প্রথম উঠে আসে ব্লুমবার্গের প্রতিবেদনে। তারা উল্লেখ করে, টেলিগ্রাম বরাবরই অপরাধ বিষয়ক অনুরোধের বেলায় “কুখ্যাতরকম অপারগ” এবং “সন্দেহজনক অপরাধীদের সম্পর্কে তথ্য জানতে চাইলেও এসব অনুরোধ এড়িয়ে গেছে।”
এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু নজরদারিও বাস্তবায়ন হচ্ছে এ প্ল্যাটফর্মে। দুরভ বলেছেন, অ্যাপের সার্চ ফিচার থেকে ‘সমস্যাজনক’ কনটেন্ট মুছে ফেলার জন্য এআইয়ের পাশাপাশি মানব সদস্যের মডারেশন টিম ব্যবহার শুরু করেছে টেলিগ্রাম। এ ছাড়া, এ দলের কাছে অনিরাপদ ও অবৈধ কনটেন্ট রিপোর্ট করে সেগুলো সরিয়ে ফেলতে ব্যবহারকারীদের অনুরোধও করেছেন দুরভ।
এসব পরিবর্তন অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে টেলিগ্রামের জনপ্রিয়তাকে কতটা প্রভাবিত করবে তা এখনও অজানা।
ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে নজর রাখতে আইপি ঠিকানা ও ফোন নম্বর ভালো উপায় হলেও, পরিচয় গোপন করার জন্য টেলিগ্রাম ব্যবহারকারীরা কয়েক স্তরের ফিচার ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে, অদৃশ্য হয়ে যায় এমন মেসেজ, এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার, এমনকি সিম কার্ড ছাড়াই পরিষেবাটি ব্যবহারের সুযোগ রয়েছে।
আর পরিষেবাটির এফএকিউ বিভাগ এখনও বড়াই করে বলছে, “আজ পর্যন্ত, আমরা সরকারসহ তৃতীয় পক্ষের কারও কাছে ব্যবহারকারীদের বিভিন্ন বার্তার ০ বাইট প্রকাশ করেছি।”
অগাস্টে টেলিগ্রাম প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধের জন্য দুরভকে গ্রেপ্তার করা হয় এবং ফ্রান্স না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
আরও পড়ুন
নতুন টেলিগ্রাম আপডেটে থাকছে ব্যক্তিগত আলাপ তদারকির সুযোগ
নিজের গ্রেপ্তারের ঘটনাকে 'বিভ্রান্তিকর' বললেন টেলিগ্রাম সিইও