ইউটিউব ফিডে শর্টস থেকে মুক্তি পাওয়ার একটি সুবিধাজনক উপায় হল এর মোবাইল সাইট ব্যবহার করা।
Published : 19 Aug 2024, 03:03 PM
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের আদলেই ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউব চালু করেছিল ‘শর্টস’ ফিচার। খুব ছোট আকারের ভিডিও দেখা যায় শর্টস ফিচারের মাধ্যমে।
আর অনেকেই ইউটিউবের পুরনো বা ক্লাসিক ধাঁচের ফিডে এ ছোট ভিডিওগুলো দেখতে চান না। এটি বন্ধ করার অফিসিয়াল কোনো পদ্ধতি না থাকলেও, এমন কিছু উপায় আছে যা চেষ্টা করতে পারেন।
ইউটিউবের শর্টস ফিচার বন্ধ করার পদ্ধতি নিয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত।
ইউটিউবের মোবাইল সাইটে
ইউটিউব ফিডে শর্টস থেকে মুক্তি পাওয়ার একটি সুবিধাজনক উপায় হল এর মোবাইল সাইট ব্যবহার করা। প্ল্যাটফর্মটির মোবাইল সাইটে, শর্টস ফিচারটি ৩০ দিনের জন্য বন্ধ করার সুযোগ রয়েছে, যা এর মোবাইল অ্যাপে এখনপর্যন্ত নেই।
এটি করার জন্য প্রথমে ফোনের ব্রাউজার থেকে ‘m.youtube.com’-এ যান। এ সাইটে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করুন।
সাইনইন করে শর্টস বিভাগে যান। শর্টস স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘এক্স’ চাপুন।
‘এক্স’ চিহ্নে চাপ দিলেই ইউটিউব ‘শর্টস’ সেকশন বন্ধ হয়ে যাবে, ও সাইটে দেখাবে যে এটি ৩০ দিনের জন্য বন্ধ থাকবে। ব্যাস, হয়ে গেল, এরপরে যখনই শর্টস ভিডিও সামনে আসবে, এক্স চিহ্নে চাপলেই ৩০ দিনের জন্য বন্ধ হয়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাও-টু গিক।
ইউটিউবের মোবাইল অ্যাপে
আইফোন ও অ্যান্ড্রয়েডের ইউটিউব অ্যাপে, শর্টস ফিচার সরানোর সরাসরি কোনো অপশন নেই। তবে, শর্টসগুলো ফিড থেকে সাময়িকভাবে সরানোর জন্য ‘নট ইন্টারেস্টেড’ অপশনটি বেছে নিতে পারেন। এ ক্ষেত্রে ফিচারটি ঠিক কতক্ষণ বা কতদিন পর্যন্ত লুকানো থাকবে এর কোনো নিশ্চয়তা নেই।
এটি করতে প্রথমে ইউটিউব অ্যাপ চালু করুন, শর্টস সেকশনে যান। এরপর ওপরের ডান কোণায় থ্রি ডট আইকনে চাপুন এবং ‘নট ইন্টারেস্টেড’ অপশনটি বেছে নিন।
শর্টস বিভাগে দেখানো সব ভিডিওর ক্ষেত্রেই ওপরের পদ্ধতিটি অনুসরণ করুন। এটি করলে, ছোট ভিডিওগুলো কম দেখবেন এবং সাময়িকভাবে ফিড থেকে বিভাগটি সরিয়ে নেবে ইউটিউইব।
এগুলো আবারও ফিডে এলে, একইভাবে ‘নট ইন্টারেস্টেড’ অপশন বেছে নিন।
ডেস্কটপ সাইট থেকে
ডেস্কটপ বা পিসিতে শর্টস ভিডিও বন্ধ করা একেবারেই সহজ। মোবাইল সাইটের মত এখানেও ৩০ দিনের জন্য শর্টস ফিচারটি বন্ধ করতে পারবেন।
প্রথমে কম্পিউটারের ব্রাউজার থেকে ‘youtube.com’-এ যান। সাইট ওপেন করে নিশ্চিত করুন, অ্যাকাউন্টে লগইন করা আছে।
সাইটে ‘শর্টস’ সেকশন খুঁজুন। এ বিভাগের ওপরের ডান কোণা থেকে ‘এক্স’ বা ক্রস চিহ্নে ক্লিক করলেই ফিচারটি ৩০ দিনের জন্য বন্ধ হয়ে যাবে।