এর সমাধান হতে পারে আইফোনের ‘আদার’ স্টোরেজ পরিষ্কার করার মতো সহজ কাজ।
Published : 06 Nov 2024, 04:38 PM
আইফোনের গতি হঠাৎ কম মনে হচ্ছে? সময়ের সঙ্গে সঙ্গে আইফোন বা যে কোনো ফোনেরই গতি কিছুটা ধীর হয়ে যায়।
চিন্তার কিছু নেই, এর সমাধান হতে পারে আইফোনের ‘আদার’ স্টোরেজ পরিষ্কার করার মতো সহজ কাজ।
যারা স্টোরেজ সংক্রান্ত সমস্যায় পড়েছেন এবং ম্যানুয়ালি স্টোরেজ ফাঁকা করার চেষ্টা করেছেন, ‘আদার’ স্টোরেজ এরইমধ্যে তাদের পরিচিত হওয়ার কথা। তা না হলে চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
‘আদার’ স্টোরেজ কী এবং কীভাবে এটি কিছুটা ফাঁকা করা সম্ভব সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
আদার স্টোরেজ কী?
অনেকের কাছেই আদার স্টোরেজ বিষয়টি আইফোনের একটি রহস্যময় কোণ মনে হতে পারে। এখানে অনেক কিছু জমা হতে পারে, বিশেষ করে ক্যাশ ফাইলের কারণে। যে কোনো ডিভাইসে ক্যাশ ফাইলের বিভিন্ন কাজ আছে, যেমন কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের পর, সেটি পুনরায় খোলার বেলায় সাহায্য করে ক্যাশ ফাইল। গুগল ক্রোম বা ম্যাপস-এর মতো অ্যাপের ক্যাশ ডেটা দ্রুতই ফোনের স্টোরেজ দখল করা শুরু করতে পারে।
আদার স্টোরেজ কতটা জায়গা ব্যবহার করছে তা পরীক্ষা করতে, প্রথমে সেটিংস অ্যাপে যেতে হবে। এরপর জেনারেল অপশনটি বেছে নিতে হবে। সেখান থেকে ‘আইফোন স্টোরেজ’ অপশন বেছে নিন।
এ পর্যায়ে আইফোনের স্টোরেজের একটি বার গ্রাফ দেখা যাবে। সাধারণত গ্রাফের একদম ডান দিকের ধূসর অংশই ‘আদার’ স্টোরেজ।
এ স্টোরেজ প্রয়োজনের চেয়ে বেশি জায়গা ব্যবহার করলে কী করবেন? চলুন জেনে নেওয়া যাক।
অ্যাপ অফলোড করুন
অ্যাপ ডিলিট করা এবং অফলোড করা আলাদা বিষয়। অ্যাপ অফলোড করার অর্থ, অ্যাপটি ফোন থেকে সরে গেলেও, পরবর্তিতে আবার ইনস্টল করলে অ্যাপের আগের তথ্য সংরক্ষিত থাকবে।
অ্যাপ অফলোড করার জন্য, একইভাবে সেটিংস অ্যাপে যান, এরপর জেনারেল অপশন থেকে আইফোন স্টোরেজ বেছে নিন। পরের পৃষ্ঠায়, যে অ্যাপটি অফলোড করতে চান তার ওপরে চাপুন এবং ‘অফলোড অ্যাপ’ অপশনটি বেছে নিন।
সাফারি ক্যাশ ও ট্যাব মুছে ফেলুন
সাফারি ব্রাউজার ব্যবহার করলে, আইফোন ওয়েব হিস্ট্রি আর ডেটা সংরক্ষণ করছে, যার তেমন প্রয়োজন নেই।
সাফারি ব্রাউজারের ক্যাশ ফাইল মুছে ফেলতে, সেটিংস অপশনে যান। এরপর ‘সাফারি’ অপশন বেছে নিন। সেখান থেকে ‘ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়েবসাইট ডেটা’ অপশনে চাপুন।
ব্রাউজারের ট্যাব মুছে ফেললেও স্টোরেজ কিছুটা ফাঁকা হয়। ফোনের সেটিংস অ্যাপ থেকে ‘সাফারি’ অপশনে যান। এরপর ‘ক্লোজ ট্যাবস’ অপশন থেকে সাফারি কত ঘন ঘন খোলা ট্যাবগুলো বন্ধ করবে তা পরিচালনা করতে পারেন। এখানে ম্যানুয়ালি ট্যাব ক্লোজ করতে পারেন। এ ছাড়া, এক দিন, এক সপ্তাহ বা এক মাসের মধ্যে না দেখা ট্যাব স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার অপশন বেছে নিতে পারেন।
টেক্সট মেসেজ সংরক্ষণ বন্ধ করুন
ডিফল্টভাবেই আইফোন সব টেক্সট মেসেজ সংরক্ষণ করে রাখে। কয়েক বছর আগের কোনো টেক্সট খুঁজতে হলে এটি দরকারি ফিচার হলেও, ফোনের স্টোরেজের ওপর এর বড় প্রভাব পড়তে পারে।
চিরকালের মতো আইফোনে টেক্সট মেসেজ সংরক্ষণ আটকাতে, প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন। এরপর ‘মেসেজেস’ অপশনে যান। নিচে ‘মেসেজ হিস্ট্রি’ অপশনে স্ক্রল করুন, এরপর ‘কিপ মেসেজেস’ অপশনে ট্যাপ করুন।
এরপর ‘ফরেভার’ অপশনটি পরিবর্তন করে ৩০ দিন অথবা ১ বছর বেছে নিন। একটি পপ আপ বার্তায় জিজ্ঞেস করা হবে, আগের মেসেজ ডিলিট করতে চান কিনা। প্রক্রিয়াটি শেষ করতে ‘ডিলিট’ অপশন বেছে নিন।
ফোন রিসেট করুন
ওপরের সব পদ্ধতিতে ব্যর্থ হলে এটিই শেষ পন্থা। নিশ্চিতভাবে ‘আদার’ স্টোরেজ খালি করার ভালো একটি উপায় হল আইফোন রিসেট করা। এতে আদার স্টোরেজ পুরোপুরি খালি না হলেও অনেকটা জায়গা ফাঁকা হবে বলে প্রতিবেদনে লিখেছে সিনেট।