গত বছরের শেষের দিকে ‘নোপ্লেস’ অ্যাপটি কেবল ইনভাইট ওনলি হিসাবে বেটা পর্যায়ে চালু হয়। ফলে, অ্যাপটি ভাইরাল হলেও বেশিরভাগ আগ্রহী ব্যবহারকারীই এ অ্যাপটির নাগাল পাচ্ছেন না।
Published : 06 Jul 2024, 04:43 PM
সম্প্রতি অ্যাপ স্টোরের শীর্ষে জায়গা করে নিয়েছে নতুন এক রঙিন ধাঁচের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘নোপ্লেস’।
এ নতুন অ্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের (বর্তমানে এক্স) রঙিন সংস্করণের আদলেই কাজ করে, যা কম সময়ে অ্যাপ স্টোরের অন্যতম জনপ্রিয় ডাউনলোড করা অ্যাপের মধ্যে একটি হয়ে উঠেছে।
এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মতোই বিভিন্ন টেক্সট আপডেটসহ পোস্ট করতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।
‘নোপ্লেস’-এর বিভিন্ন প্রোফাইল পেইজ এমনভাবে তৈরি, যা বিভিন্ন রং ও নানা ধরনের বিকল্প ব্যবস্থাসহ ব্যবহারকারীরা কী ধরনের গান শুনছেন তার উপর নির্ভর করে সহজেই কাস্টমাইজ করে নেওয়া সম্ভব।
“সকল ‘এনপিসি (নন প্লেয়িং ক্যারেক্টার বা পার্শ্বচরিত্র’, মেইন ক্যারেক্টর বা মূল চরিত্র, ‘সুইফটি’, ‘বার্বস’, ‘নার্ডস’ ও ‘স্ট্যান’ ভক্তকে যোগদানের আহবান জানাচ্ছি,” উল্লেখ রয়েছে অ্যাপের বর্ণনায়। এর থেকে ধারণা মেলে, এটি বিশেষ করে তরুণ বয়সী বা জেন জি ব্যবহারকারীদের জন্য তৈরি।
“ইন্টারনেট আসার আগে অ্যালগোরিদম ও বিজ্ঞাপনের বিষয়টি কতটা মজার ছিল সবার নিশ্চয়ই মনে আছে? আমরাও সেটা মনে করি... তাই আমরা তা ফিরিয়ে আনছি।”
তবে কিছু ক্ষেত্রে এ অ্যাপটি এক সময়কার জনপ্রিয় ও এখন বিলুপ্ত সামাজিক নেটওয়ার্ক ‘মাইস্পেস’-এর আদলে তৈরি বলে ধারণা করা হচ্ছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল তালিকার শীর্ষে তাদের দশজন বন্ধুকে রাখার সুযোগ পাবেন।
এ অ্যাপের প্রতিষ্ঠাতা টিফানি ঝংয়ের দাবি, ‘নোপ্লেস’-এর এই বিপরীতমুখী ধারাটি আমাদের সামাজিক ওয়েবের সেই প্রথম দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। অ্যাপটি জেন জি প্রজন্মকে টার্গেট করে তৈরি করা হলেও এটি ইন্টারনেটের আগের সময়ের নস্টালজিয়াকে ফিরিয়ে আনার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
“আমার ধারণা ইন্টারনেটের সেই রোমাঞ্চকর ও মজার সময়টি এখন আর নেই। এখন সবকিছু খুবই একরকম,” ঝং বলেন।
গত বছরের শেষের দিকে ‘নোপ্লেস’ অ্যাপটি কেবল ইনভাইট ওনলি হিসাবে বেটা পর্যায়ে চালু হয়। ফলে, অ্যাপটি ভাইরাল হলেও বেশিরভাগ আগ্রহী ব্যবহারকারীই এ অ্যাপটির নাগাল পাচ্ছেন না।
অ্যাপটিকে এখন সকল আইওএস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে ‘নোপ্লেস’।
তবে অ্যাপটিকে এখনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়নি। অ্যাপটি ওয়েব সংস্করণে পাওয়া গেলেও সেখানে কেবল বিভিন্ন ধরনের পোস্ট পড়তে পারবেন ব্যবহারকারীরা, অন্য কোনো সুবিধা মিলবে না।