গ্রুপ কলে অংশগ্রহণকারীদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিকে মিউট করার নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি, গ্রুপ কলে থাকা অবস্থায় অংশগ্রহণকারীদের মধ্যে নির্দিষ্ট কাউকে আলাদা করে মেসেজ দেওয়ার ফিচারও যোগ হচ্ছে প্ল্যাটফর্মটিতে।
Published : 19 Jun 2022, 02:17 PM
আর নতুন ফিচার দুটি কেবল গ্রুপ কলের ‘হোস্ট’-এর হাতে থাকবে না, অংশগ্রহণকারী সবাই ফিচারগুলোর সুবিধা নিতে পারবেন।
জুন মাসের মাঝামাঝি সময়ে বেশ কিছু নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। তবে, গ্রুপ কলে মিউট করার ফিচারটি আলাদা গুরুত্ব পাচ্ছে। এতে, গ্রুপে কলে কারও সংযোগ জটিলতা, কারিগরি ত্রুটি বা পারিপার্শিক কারণে বাড়তি আওয়াজের বিড়ম্বনা থাকলে ওই ব্যক্তিকে মিউট করে আলাপ চালিয়ে যেতে পারবেন অন্যরা।
আর একই কক্ষে গ্রুপ কলের একাধিক ব্যক্তি উপস্থিত থাকলে যে বাড়তি প্রতিধ্বনির বিড়ম্বনায় পড়তে হয়, সেটিও এড়ানো যাবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
জুম এবং মাইক্রোসফট টিমস এর মতো অ্যাপগুলোতে কলের সবাইকে অথবা নির্দিষ্ট কাউকে মিউট করার সক্ষমতা কেবল হোস্ট-এর হাতেই থাকে। হোয়াটসঅ্যাপ এক্ষেত্রে ব্যতিক্রম, অংশগ্রহণকারী যে কেউ অন্যদের মধ্যে থেকে যাকে ইচ্ছা মিউট করতে পারবেন।
তবে, জুম বা মাইক্রোসফট টিমসের তুলনায় কম সংখ্যক ব্যবহারকারী অংশ নিতে পারেন হোয়াটসঅ্যাপে। সর্বোচ্চ ৮জন অংশ নিতে পারেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে। আর ভয়েস কলের বেলায় অংশ নিতে পারেন সর্বোচ্চ ৩২ জন।
মিউট করা আর আলাদা করে মেসেজ দেওয়ার পাশাপাশি কলে নতুন কেউ যোগ দিলে ব্যানার দিয়ে নোটিফিকেশন দেখানোর নতুন ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ।
গ্রুপ কলের নতুন ফিচার ছাড়াও আরও বেশ কিছু ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। কে তার প্রোফাইল ফটো দেখতে পারবেন আর কে পারবেন না–এখন সেটিও নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারী।
অন্যদিকে, জুন মাসের মাঝামাঝি সময়েই পুরো চ্যাট হিস্ট্রি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নেওয়ার ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার ফিচার চালু করেছে গত বছরেই।