ফোল্ডএবল স্মার্টফোন আনলো জেডটিই

ভাঁজ করা যাবে এমন স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই। স্পেনের মাদ্রিদে দুই পর্দার এই স্মার্টফোনটি উন্মোচন করে চীনা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 12:16 PM
Updated : 15 Feb 2018, 12:16 PM

নতুন এই ডিভাইসটির নাম বলা হয়েছে ‘অ্যাক্সন এম’। দুইটি পৃথক পর্দা রাখা হয়েছে স্মার্টফোনটিতে। ভাঁজ খুলে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে ডিভাইসটি। আবার আলাদাভাবেও পর্দা দু’টি ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

প্রতিবেদনে আরও বলা হয় আলাদাভাবে দুইটি পর্দায় মাল্টিটাস্কিং করা যাবে নতুন এই ডিভাইসটিতে।

জেডটিই-এর জেনারেল ম্যানেজার ফর টার্মিনালস স্যামুয়েল সান বলেন, “স্মার্টফোনের যুগ চলে এসেছে। স্মার্টফোনের সামর্থ্য বিবেচনায় অ্যাক্সন এম একটি অকল্পনীয় উদ্যোগ এবং জেডটিই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, শেষ ১০ বছরে “স্মার্টফোনের বাস্তুসংস্থান” বৃদ্ধি পেয়েছে কিন্তু “গ্রাহকের অভিজ্ঞতা” একই থেকে গেছে কারণ হার্ডওয়্যার নকশায় খুব কম পরিবর্তন এসেছে। অ্যাক্সন এম রীতি ভেঙ্গেছে এবং গ্রাহকের জন্য আরও সম্ভাবনা নিয়ে এসেছে তাদের জন্য যারা স্মার্টফোন থেকে “আরও বেশি কিছু প্রত্যাশা করেন।”

জেডটিই স্পেন-এর বাণিজ্যিক পরিচালক গঞ্জালো ইগুইলাজ বলেন, “নতুন পণ্যটি স্মার্টফোন ব্যবহারের নতুন উপায় দেখিয়েছে।”

অ্যাক্সন এম-এর মূল্য বলা হয়েছে ৭২৪.৯৯ মার্কিন ডলার।