অলিম্পিক গেইমসের যেকোনো মুহূর্ত বা ঘটনাকে জিআইএফ বা অন্য কোনো অ্যানিমেটেড ফরম্যাটে পরিণত করায় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে অলিম্পিক কমিটি।
Published : 08 Aug 2016, 06:14 PM
অলিম্পিক কমিটির বরাতে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, অফিশিয়াল সম্প্রচারকারী ছাড়া অন্য কোনো ব্যক্তিই টুইটার, ফেইসবুক বা অন্য কোথাও জিআইএফ, ভাইন, ওয়েবএম সহ অন্য কোনো অ্যানিমেটেড ফরম্যাট শেয়ার করতে পারবেন না।
'নিউজ অ্যাক্সেস রুলস অ্যাপ্লিকেবল ফর দ্যা ব্রডকাস্ট অফ দ্যা গেইমস অফ XXXI অলিম্পিয়াড, রিও ডি জেনিরো, ৫-২১ অগাস্ট ২০১৬' শিরোনামের এক নথিতে বলা হয়, "অলিম্পিকের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়বস্তু 'নিউজ অ্যাক্টিভ' বা 'স্পোর্টস অ্যাক্টিভ'-এর মতো ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস বা সংশ্লিষ্ট অন্য কোন ভিডিও অন ডিমান্ড সার্ভিসে সম্প্রচার করা যাবে না।"
এতে আরও বলা হয়, "দর্শকরা কোনো চ্যানেলের মাধ্যমে সংবাদ সম্প্রচার ছাড়াও অন্য সময় বা অনুষ্ঠানে অলিম্পিক সংক্রান্ত বিষয়বস্তু দেখার সুযোগ পাবেন। এ ছাড়াও অলিম্পিকসংক্রান্ত কোনো বিষয়বস্তুকে গ্রাফিক অ্যানিমেটেড ফরম্যাট, যেমন: অ্যানিমেটেড জিফ (জিআইএফভি) জিএফওয়াই, ওয়েবএম এবং ভাইন বা অন্য কোনো ছোট ভিডিও ফরম্যাটে পরিণত করা কঠোরভাবে নিষিদ্ধ।"
ইন্ডিপেনডেন্ট জানায়, ২০১৫ সালের মে মাসে অলিম্পিক সম্প্রচারের নীতিমালার অংশ হিসেবে চালু হওয়া এসব নিয়ম অলিম্পিক ইভেন্টগুলোর বাইরেও ট্রেইনিং সেশন এবং উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।