গেইমের শিরোনাম থেকে ইঙ্গিত মেলে, এতে সিনেমার মতোই ‘ফাউন্ড-ফুটেজ’ পদ্ধতি অবলম্বন করা হবে।
Published : 29 Feb 2024, 01:20 PM
বিগত দুই দশকের অন্যতম সফল হরর সিনেমার ফ্রাঞ্চাইজ ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’র গেইম সংস্করণ নিয়ে কাজ শুরু হয়েছে।
‘প্যারানরমাল অ্যাক্টিভিটি: ফাউন্ড ফুটেজ’ নামের এ গেইমটি বানাতে ভিডিও গেইম নির্মাতা ‘ড্রেডএক্সপি’ ও ‘ডার্কস্টোন ডিজিটাল’-এর সঙ্গে জোট বেঁধেছে ‘প্যারামাউন্ট গেইম স্টুডিওস’। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন গেইমিং প্ল্যাটফর্মে এ হরর গেইমটি আসবে ২০২৬ সালে।
জনপ্রিয় এ হরর সিনেমা ফ্রাঞ্চাইজের প্রথম সংস্করণ এসেছিল ২০০৭ সালে। আর এখন পর্যন্ত সাতটি সিনেমা মুক্তি পেয়েছে এ ফ্রাঞ্চাইজের অধীনে। আর নতুন এ গেইমটি তৈরি হচ্ছে সিনেমায় দেখানো ভৌতিক জগতের ভিত্তিতে, যা হতে যাচ্ছে প্যারানরমাল অ্যাক্টিভিটির প্রথম ‘নন-ভার্চুয়াল রিয়ালিটি’ গেইম।
এদিকে, নিজস্ব ইউটিউব চ্যানেলে গেইমটির রিভিল টিজার প্রকাশ করেছে ড্রেডএক্সপি।
গেইমের শিরোনাম থেকে ইঙ্গিত মেলে, এতে সিনেমার মতোই ‘ফাউন্ড-ফুটেজ’ পদ্ধতি অবলম্বন করা হবে। গেইমটির বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি প্রকাশ না পেলেও এর নির্মাতাদের দাবি, এতে একটি উন্নত ‘হন্ট সিস্টেম’ থাকবে, যা গেইমারের গতিবিধির ওপর ভিত্তি করে গেইমের প্রেক্ষাপটে পরিবর্তন আনবে।
এর আগেও বেশ কিছু গেইমে এ ধরনের ‘ডাইনামিক স্কেয়ার সিস্টেমের’ ব্যবহার দেখা গেছে, যার মধ্যে রয়েছে সারভাইভাল গেইম ‘ডোন্ট স্ক্রিম’ও। তাই গেইমের নির্মাতা ‘ডার্কস্টোন ডিজিটাল’ কীভাবে গেইমটিতে এ ব্যবস্থা ব্যবহার করবে, তা দেখাও রোমাঞ্চকর হবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এর আগেও ‘দ্য মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট’ নামে একটি ‘ফার্স্ট-পারসন হরর গেইম’ বানিয়েছেন ডার্কস্টোন ডিজিটালের গেইম ডেভলপার ব্রায়ান ক্লার্ক।
“আমার নতুন প্রকল্প হল প্যারানরমাল অ্যাক্টিভিটি’র গেইম,” সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন গেইম প্রকাশক কোম্পানি ‘ড্রেডএক্সপি’র সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ক্লার্ক।
“কাজটি করতে পেরে আমি অনেক বেশি রোমাঞ্চিত কারণ আমি শুরু থেকেই এ সিরিজটি ভালোবাসি। আর আমি যে ধরনের হরর পছন্দ করি, তার সঙ্গেও খুব ভালোভাবে যায় এটি।”