“রাজনৈতিক বক্তৃতা সরিয়ে ফেলা কোনো সমাধান নয়। বিতর্কের জায়গা থাকা দরকার, বিশেষ করে সংকট ও সংঘাতের সময়ে।”
Published : 06 Sep 2024, 02:09 PM
ফিলিস্তিনপন্থি স্লোগান “ফ্রম দ্য রিভার টু দ্য সি..” স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা উচিত নয় বলে মেটা প্ল্যাটফর্মসকে জানিয়েছে কোম্পানির ওভারসাইট বোর্ড।
এ স্লোগানের মাধ্যমে কেউ কেউ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আবার অনেকের কাছেই এটি ইহুদি বিরোধী প্রচারণা।
“ফ্রম দ্য রিভার টু দ্য সি”, যার বাংলা অর্থ “নদী থেকে সাগর পর্যন্ত”, এ শব্দগুচ্ছের বিভিন্ন ধরনের অর্থ রয়েছে, এবং এর ব্যবহারকে ক্ষতিকর, হিংসাত্মক বা বৈষম্যমূলক মনে করা যায় না বলে গেল বুধবার বলেছে মেটার ওভারসাইট বোর্ড, যা মার্কিন এ কোম্পানির অর্থায়নে স্বাধীনভাবে কাজ করে।
এ বাক্যটি জর্ডান নদী ও ভূমধ্যসাগরকে বোঝায়, যার মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চল রয়েছে। এটি প্রায়ই ফিলিস্তিনপন্থি বিক্ষোভে স্লোগান হিসেবে ব্যবহৃত হয়।
তবে, এর সমালোচকরা বলেন এটি ইহুদি বিরোধী এবং এতে ইসরায়েল নির্মূলের আহ্বান রয়েছে। অন্যান্য গোষ্ঠী এ ব্যাখ্যার বিরোধিতা করে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
“প্রসঙ্গ বা প্রেক্ষাপট বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” – বলেছেন ওভারসাইট বোর্ডের কো-চেয়ার পামেলা সান মার্টিন।
“রাজনৈতিক বক্তৃতা সরিয়ে ফেলা কোনো সমাধান নয়। বিতর্কের জায়গা থাকা দরকার, বিশেষ করে সংকট ও সংঘাতের সময়ে।”
ওভারসাইট বোর্ড আরও বলেছে, এ বাক্যাংশ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবহারকারীর ফেইসবুকে পোস্ট করা কনটেন্ট নিয়ে তিনটি ঘটনা পর্যালোচনা করার পর তারা এ সিদ্ধান্তে এসেছে।
“এ বিষয়ে নির্দেশিকা বোর্ডের পর্যালোচনাকে আমরা স্বাগত জানাই।” – এক বিবৃতিতে বলেছে মেটা।
“আমাদের সব পলিসি নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হলেও আমরা জানি এগুলো বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে। ফলে, নিয়মিতভাবে ওভারসাইট বোর্ডসহ মেটার বাইরের বিশেষজ্ঞদের কাছ থেকেও আমরা মতামত নেই।”
কলম্বিয়া ইউনিভার্সিটির বাকস্বাধীনতা প্রচার করে নাইট ফার্স্ট এমেন্ডমেন্ট ইনস্টিটিউটের আইন বিষয়ক পরিচালক অ্যালেক্স আবদো ওভারসাইট বোর্ডের এটিকে ‘চিন্তামূলক’ ও তার মতে সঠিক বলে আখ্যা দিয়েছেন।
এর পাশাপাশি, ভুল তথ্য যাচাই করতে ইনস্টাগ্রামসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার হওয়া টুল ক্রাউডট্যাঙ্গল বন্ধ করার এক মাসেরও কম সময়ে বোর্ড মেটাকে সাংবাদিক ও গবেষকদের জন্য ডেটা পাওয়া সহজ করতে আহ্ববান জানিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।