সার্বিকভাবে ব্যবহার করা গাড়ির বাজার বেড়েছে ৪.৩ শতাংশ এবং মোট ব্যবহৃত গাড়ি বিক্রি হয়েছে ১৯ লাখ ৭০ হাজার।
Published : 08 Nov 2024, 05:01 PM
ব্যবহার করা বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভির বিক্রি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যুক্তরাজ্যে।
জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ব্যবহৃত গাড়ির বাজার ৪.৩ শতাংশ বাড়লেও একই সময়ে ব্যবহৃত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা ৫৭ শতাংশ বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
‘সোসাইটি অফ মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স বা এসএমএমটি’-এর সর্বশেষ তথ্য অনুসারে, মোট ৫২ হাজার ৪২৩টি ব্যবহৃত ইভি গাড়ি হাত বদল হয়েছে এবং ২০২৩ সালের গ্রীষ্মে ব্যবহৃত ইভি গাড়ির মার্কেট শেয়ার ১.৮ শতাংশ থেকে বেড়ে এখন হয়েছে ২.৭ শতাংশ।
ব্যবহার করা হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রিও যথাক্রমে বেড়েছে ৩৫.৮ ও ২৯.০ শতাংশ। এদিকে, ১১ লাখ ২০ হাজার পেট্রোল চালিত গাড়ি ও ছয় লাখ ৮০ হাজার ডিজেল গাড়ি খুঁজে পেয়েছে এদের নতুন মালিক।
সার্বিকভাবে ব্যবহার করা গাড়ির বাজার বেড়েছে ৪.৩ শতাংশ এবং মোট ব্যবহৃত গাড়ি বিক্রি হয়েছে ১৯ লাখ ৭০ হাজার।
এসএমএমটি’র প্রধান নির্বাহী মাইক হাওয়েস বলেছেন, “ব্যবহৃত গাড়ি খাতের বৃদ্ধি একটি সুসংবাদ। আর এই ধারা বজায় রাখার বিষয়টি স্বাস্থ্যকর নতুন গাড়ির বাজারের উপর নির্ভর করে, বিশেষ করে বিদ্যুচ্চালিত গাড়ির জন্য।”
“পরিচিত পেট্রোল বা ডিজেল গাড়ির ব্যবহার ছেড়ে ইভি গাড়িতে যাওয়ার জন্য গ্রাহকদের আত্মবিশ্বাস ও প্রণোদনা প্রয়োজন। অন্যথায় অনেক নতুন গাড়ির ক্রেতারা গুটিয়ে বসে থাকবে। ফলে বাজার পড়ে যাবে, যা বাজারে ব্যবহৃত গাড়ির সরবরাহ কমে যাবে ও আর সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে না।”
মঙ্গলবার এসএমএমটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের তুলনায় এ বছর একই মাসে নতুন গাড়ির নিবন্ধন কমেছে ৬.০ শতাংশ।
অনলাইন গাড়ির মার্কেটপ্লেস ‘অটো ট্রেডার’-এর ব্যবসায়িক পরিচালক ইয়ান প্লামার বলেছেন, “যেখানে নতুন গাড়ির বাজার খারাপ সময় পার করছে সেখানে ব্যবহৃত বিভিন্ন ইভি গাড়ির জন্য গ্রাহকদের এমন আগ্রহের বিষয়টি খুবই ইতিবাচক।”