প্রেসিডেন্টে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, টিকটকের প্রতি আমার হৃদয়ে ‘উষ্ণ জায়গা’ রয়েছে।
Published : 21 Jan 2025, 03:49 PM
রোববার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ ৭৫ দিন পিছিয়ে নতুন এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, গত বছর কংগ্রেসে পাস হওয়া ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত টিকটক নিষিদ্ধ বা মালিকানা বিক্রির আইনটি ওই সময়ের মধ্যে কার্যকর করবে না যুক্তরাষ্ট্র।
এর আগে, ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করে তা আইনে পরিণত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওই আইন অনুসারে, বাইডেনের প্রশাসনের শেষ দিনটিতে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।
সোমবার সন্ধ্যায় ট্রাম্পের স্বাক্ষরিত বেশ কয়েকটি নির্দেশনার মধ্যে টিকটকের এ আদেশটি ছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, “আমি আপনাদের বলছি, প্রত্যেক ধনী ব্যক্তিই আমাকে টিকটকের বিষয়ে ফোন করেছেন।”
২০২০ সালে টিকটককে নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন ট্রাম্পও। তবে প্লাটফর্মটি নিয়ে তার মন হঠাৎ কেন পাল্টে গেল সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “কারণ আমি প্লাটফর্মটি ব্যবহার করেছি।”
ট্রাম্প এক যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরে বলেছেন, তিনি ‘মার্কিন যুক্তরাষ্ট্র’ ও এর চীনা মালিক বাইটড্যান্সের মধ্যে ৫০-৫০ শতাংশ অংশীদারিত্ব চাইছেন। তবে এটি কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
নতুন এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, চীনের উপর সম্ভাব্য নতুন বাণিজ্য শুল্ক আরোপ প্ল্যাটফর্মের মালিকানা নিয়ে এক চুক্তির উপর নির্ভরশীল হতে পারে। বেইজিং যদি কোনো চুক্তি প্রত্যাখ্যান করে তাহলে ‘তা হবে কিছুটা শত্রুতামূলক আচরণ’।
এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার নামে নিষিদ্ধ আইন কার্যকর হওয়ার পর শনিবার সন্ধ্যায় চীনা মালিকানাধীন অ্যাপটি আমেরিকান ব্যবহারকারীদের জন্য সেবা দেওয়া বন্ধ করে দেয়।
সোমবার অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকেও টিকটক ডাউনলোড করা যায়নি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে।
বাইডেন প্রশাসনের যুক্তি ছিল, টিকটককে গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক কারসাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে চীন।
নিষেধাজ্ঞা এড়াতে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক। টিকটক ও কন্টেন্ট নির্মাতাদের আইনজীবীরা শুনানিতে বলেন, টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি হলে যুক্তরাষ্ট্রে এ প্ল্যাটফর্মের ১৭ কোটির বেশি ব্যবহারকারীর বাকস্বাধীনতা লঙ্ঘিত হবে।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনটি বহাল রাখে ও রোববার থেকে তা কার্যকর হয়। তবে বাইডেনের সময়ে হোয়াইট হাউস বলেছিল, সময় বিবেচনা করে আইনটি বাস্তবায়নের বিষয়টি আসন্ন প্রশাসন অর্থাৎ ট্রাম্পের উপর ছেড়ে দেওয়া হবে।
প্রেসিডেন্টে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, টিকটকের প্রতি আমার হৃদয়ে ‘উষ্ণ জায়গা’ রয়েছে।