এ লেগো সেট-এ মাইনক্রাফটভিত্তিক পরিচিত ‘বায়োম’ বা নির্দিষ্ট জলবায়ু, গাছপালা, এবং প্রাণী জীবনসহ একটি স্বতন্ত্র ভৌগলিক অঞ্চল, প্রিয় চরিত্র ও লুকানো ইস্টার এগ থাকবে।
Published : 03 Jun 2024, 02:51 PM
১৫ বছরে পা দিয়েছে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত গেইম মাইনক্রাফট। এ মাইলফলক উপলক্ষে গেইমটির প্রাপ্তবয়স্ক ভক্তদের জন্য, আরেক জনপ্রিয় ব্লক গেইম লেগো যে একটি বিশেষ সেট নিয়ে আসবে, তাতে অবাক হওয়ার কী আছে?
‘দ্য ক্রাফটিং টেবল’ নামের লেগো সেটটির জন্য কোম্পানিটি এরই মধ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। সেটটিতে এক হাজার ১৯৫টি লেগো পিস ও ১৮-এন্ড-আপ বিল্ড রয়েছে বলে লিখেছে গেইমবিষয়ক সাইট জে’স ব্রিক ব্লগ।
১ আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। যুক্তরাষ্ট্রে ৮৯ দশমিক ৯৯ মার্কিন ডলার দাম হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট দ্য ভার্জ।
এ লেগো সেট-এ মাইনক্রাফটভিত্তিক পরিচিত ‘বায়োম’ বা নির্দিষ্ট জলবায়ু, গাছপালা, এবং প্রাণী জীবনসহ একটি স্বতন্ত্র ভৌগলিক অঞ্চল, প্রিয় চরিত্র ও লুকানো ইস্টার এগ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এর নাম অনুসারেই, কিটটি ইন-গেইম ক্রাফটিং টেবলের মতো মনে হচ্ছে বলে লিখেছে ভার্জ। তবে, এর ভেতরে মাইনক্রাফটের আদলে তৈরি ডায়োরামা (ভাস্কর্য বা চিত্রের ছোট আকারের উপস্থাপনা) রয়েছে। পাশাপাশি এতে, একটি গ্রামসহ প্লেইনস বা সমতল, একটি ড্রিপস্টোন গুহাসহ তাইগা, এবং একটি পরিত্যাক্ত মাইনস্যাফটসহ চেরি গ্রুভসহ ১২টি বায়োম রয়েছে।
এতে আটটি মাইক্রোফিগারও রয়েছে; তাদের মধ্যে স্টিভ, অ্যালেক্স, একটি কঙ্কাল, একটি ক্রিপার ও একটি শূকর রয়েছে। পাশপাশি এতে পাঁচটি ‘মিনি-বিল্ডস’ ও কিছু স্টিকার রয়েছে যাতে গেইমের কিছু উক্তি থাকবে। পুরো কিটটি তৈরি হওয়ার পর এর মাপ হবে, ৫.৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি।
মাইনক্রাফট ভক্তদের জন্য একে গুরুত্বপূর্ণ এক সপ্তাহ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। কারণ, মাইনক্রাফটের আদলে নতুন অ্যানিমেটেড সিরিজের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
পাশপাশি, গেইমটি নিয়ে জ্যাক ব্ল্যাক ও জেসন মোমোয়া অভিনীত লাইভ অ্যাকশন মুভি প্রকাশ পাওয়ার কথা রয়েছে আগামী বছর।