“এটি সত্যিই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান পরিস্থিতিতে আরও জরুরী পদক্ষেপ নিতে হবে এবং কোম্পানি হিসাবে দ্রুত এগিয়ে যেতে হবে।”
Published : 30 Dec 2024, 04:58 PM
গুগল সিইও সুন্দার পিচাই কোম্পানির কর্মীদের জানিয়েছেন, ২০২৫ সালটি সার্চ জায়ান্টের জন্য একটি “তাৎপর্যপূর্ণ” বছর।
সিএনবিসি বলছে, তারা ১৮ ডিসেম্বরের এক মিটিংয়ের অডিও রেকর্ড শুনতে পেরেছে যেখানে পিচাই এবং অন্যান্য নির্বাহীরা আগামী বছরের জন্য কোম্পানির অগ্রাধিকার নির্ধারণ করেন।
“আমি মনে করি ২০২৫ সালটি গুরুত্বপূর্ণ হবে।” – বলেন পিচাই।
“এটি সত্যিই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান পরিস্থিতিতে আরও জরুরী পদক্ষেপ নিতে হবে এবং কোম্পানি হিসাবে দ্রুত এগিয়ে যেতে হবে। হারানোর অনেক কিছুই আছে।”
বর্তমান পরিস্থিতিই এমন যেখানে গুগলের মতো শীর্ষ বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এআই খাতে অনেক বিনিয়োগ করছে।
পিচাই স্বীকার করেছেন এআই খাতে কোম্পানির এখনও অনেক কাজ বাকি। এ সময় সার্চ জায়ান্টের এআই অ্যাপ জেমিনাইয়ের শক্তিশালী অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন সুন্দার পিচাই।
“তবে, এ ব্যবধান কমিয়ে এ খাতেও নেতৃত্বের অবস্থান প্রতিষ্ঠা করতে ২০২৫ আমাদের অনেক কাজ করার আছে।”
“আরও বেশি ভোক্তার কাছে জেমিনাইকে পৌঁছে দেওয়া আগামী বছর আমাদের সবচেয়ে বড় ফোকাস হবে।” – বলেন সুন্দার পিচাই।