“আয়রম ম্যান দেখার পর, আমি ভাবতাম বাস্তব জীবনে এমন রোবট বানিয়ে মানুষকে সাহায্য করতে পারলে দুর্দান্ত হত।”
Published : 23 Dec 2024, 05:21 PM
দক্ষিণ কোরিয়ার গবেষকরা একটি হালকা ওজনের পরিধানযোগ্য রোবট তৈরি করেছেন যা নিজে হেঁটে গিয়ে প্যারাপ্লিজিক বা অসাড় রোগীদের সঙ্গে যুক্ত হয়ে তাদের হাঁটতে সাহায্য করবে। তারা বিভিন্ন বাঁধা টপকাতে ও সিঁড়ি বেয়েও উঠতে পারবেন এর সাহায্যে।
কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) এর এক্সোস্কেলটন ল্যাবরেটরির গবেষণা দল বলেছে, তাদের লক্ষ্য হল এমন রোবট তৈরি করা যা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনে নির্বিঘ্নে চলাচল করতে সাহায্য করবে।
কিম সেউং হোয়ান, যিনি নিজেই প্যারাপ্লিজিক ও কেআইএসটি’র দলের অংশ, এমন এক প্রোটোটাইপ দেখিয়েছেন যা তাকে তিন দশমিক দুই কিলোমিটার গতিতে হাঁটতে, সিঁড়ি বেয়ে ফ্লাইটে চড়তে এবং পাশাপাশি হেঁটে বেঞ্চে বসতে সাহায্য করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“আমি যেখানেই থাকি না কেন এটি আমার কাছে আসতে পারে, এমনকি হুইলচেয়ারে বসা থাকলেও এটি গায়ে পরতে সাহায্য করে, যা এর সবচেয়ে আলাদা ফিচারগুলোর একটি।” – বলেছেন কিম।
‘ওয়াকন স্যুট এফ১ নামের এক্সোস্কেলটনে অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়াম কম্পোজিশন রয়েছে, যার ওজন ৫০ কেজি। পাশাপাশি এতে ১২টি ইলেকট্রনিক মোটর রয়েছে যা হাঁটার সময় মানুষের জয়েন্টের নড়াচড়া অনুকরণ করে।
কেআইএসটি দলের আরেক সদস্য পার্ক জিওং-সু বলেছেন, তিনি জনপ্রিয় “আয়রন ম্যান” সিনেমা থেকে অনুপ্রেরণা পেয়েছেন।
“আয়রন ম্যান দেখার পর, আমি ভাবতাম বাস্তব জীবনে এমন রোবট বানিয়ে মানুষকে সাহায্য করতে পারলে দুর্দান্ত হত।”
হাঁটার সময় ব্যবহারকারীর ভারসাম্য নিশ্চিত করতে রোবটের নিচে ও শরীরের ওপরের অংশে সেন্সর রয়েছে যা প্রতি সেকেন্ডে এক হাজার সংকেত পড়তে পারে এবং ব্যবহারকারীর উদ্দেশ্যমূলক গতিবিধি অনুমান করে।
রোবটের সামনের লেন্সগুলো চোখের মতো কাজ করে যা এর চারপাশ বিশ্লেষণ করে সিঁড়ির উচ্চতা মাপতে পারে এবং বাঁধা শনাক্ত করতে পারে, যা প্যারাপ্লিজিক রোগীদের স্পর্শ অনুভূতির ঘাটতি কমিয়ে আনে বলে জানান পার্ক।
‘সাইব্যাথলন ২০২৪’ আয়োজনে এক্সোস্কেলেটন শ্রেণিতে ‘ওয়াকঅন সুট এফ১’ পরা অবস্থায় স্বর্ণপদক জিতেছেন সেউং-হওয়ান। এ আয়োজনে বিভিন্ন শারীরিক অক্ষমতা রয়েছে এমন নির্মাতা ও বিকাশকারীরা আট বিভাগে সহায়ক রোবট দেখিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“আমি আমার ছেলেকে বলতে চেয়েছিলাম .... যে আমিও আগে হাঁটতে পারতাম। আমি তার সঙ্গে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা উপভোগ করতে চেয়েছিলাম।” – বলেছেন কিম।