মানুষের ছবি বা ইমোজি তৈরি করতে পারে এমন জেনারেটিভ এআই থাকায় নতুন টুলগুলো সম্ভবত সবচেয়ে বিতর্কিত হতে পারে।
Published : 12 Dec 2024, 04:05 PM
নিজেদের অপারেটিং সিস্টেমে আরও একটি বড় ও নতুন আপডেট প্রকাশ করেছে অ্যাপল, যা আইফোনসহ অন্যান্য ডিভাইসে নতুন সব জেনারেটিভ এআই ফিচার আনছে।
জুনে উন্মোচিত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর অংশ নতুন এ আপডেট, যা সাম্প্রতিক মাসে আইফোন, আইপ্যাড ও ম্যাকে এসেছে। এতে সিরির নতুন আপডেট সংস্করণ ও অসংখ্য নোটিফিকেশনের সারাংশ তৈরির মতো ফিচার থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মানুষের ছবি বা ইমোজি তৈরি করতে পারে এমন জেনারেটিভ এআই থাকায় নতুন টুলগুলো সম্ভবত সবচেয়ে বিতর্কিত হতে পারে। এ ফিচারগুলো মানুষের মনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করলেও শিল্পী ও অন্যান্যদের সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, এসব ফিচার সৃজনশীল কাজের মূল্য কমিয়ে ফেলতে পারে।
অ্যাপলের নিজস্ব জেনারেটিভ এআই ফিচার তুলনামূলকভাবে কিছুটা সীমাবদ্ধ। যেমন জেনমোজি একটি ফিচার যার মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ইমোজি তৈরি করতে পারেন। ‘ম্যাজিক ওয়্যান্ড’ ফিচার রয়েছে যা মানুষের আঁকা ছবিকে বাস্তবসম্মত করতে পারে। এ ছাড়া রয়েছে ‘ইমেজ প্লেগ্রাউন্ডস’, অ্যাপটি নির্দিষ্টভাবে শুধু ছবি তৈরির জন্যই।
ব্যবহারকারীরা বিভিন্ন প্রম্পট থেকে ছবি তৈরি করতে পারেন বন্ধু ও পরিবারের ছবিসহ৷ উদাহরণ হিসেবে, তারা নির্দিষ্ট মানুষকে বেছে নিয়ে নির্দিষ্ট কোনো কাজ বা কাল্পনিক পরিস্থিতির ছবি চাইতে পারেন।
অ্যাপল এসব ছবিতে তৈরিতে কিছুটা সীমাবদ্ধতা রেখেছে। ফলে, এটি ব্যবহারকারীদের আপত্তিকর বা অন্যান্য সমস্যাযুক্ত ছবি তৈরিতে বাধা দেবে বলেছে কোম্পানিটি।
নতুন আপডেটটি এখন আইওএস এবং আইপ্যাডওএস ১৮.২, এবং ম্যাকওএস সেকোয়া ১৫.২-এ এসেছে। এটি সেটিংস অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে।
নতুন আপডেটের সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার প্রথমবারের মতো প্রকাশ হচ্ছে যুক্তরাজ্যে। এর আগে ভাষা জটিলতা ও নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কায় বেশিরভাগ ফিচার কেবল যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।