২৪ ঘণ্টা মেয়াদী এ সুবিধা ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা মাঝে মাঝে নিজেদের ব্র্যান্ড বা টপিকের বাইরে গিয়েও পোস্ট করার সুযোগ পাবেন।
Published : 26 Aug 2024, 02:48 PM
থ্রেডস-এ অনেক ব্যবহারকারীরই অভ্যাস আছে বিভিন্ন থার্ড পার্টি টুল দিয়ে পোস্ট মুছে ফেলার। কখনও দেখা যায় পোস্টের প্রেক্ষাপট ক্ষণস্থায়ী। এমন ক্ষেত্রে উপকারী ফিচার হতে পারে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হারিয়ে যাওয়ার সুবিধাটি।
এ মাসের শুরুতে থ্রেডস বলেছে, তারা স্রেফ একটি অভ্যন্তরীণ প্রোটোটাইপ হিসেবে ক্ষণস্থায়ী পোস্টের সুবিধাটি পরীক্ষা করছে। তবে এখন কোম্পানিটি প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে বলেছে, তারা সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট হারিয়ে যাওয়ার ফিচারটি পরীক্ষা করে দেখছে।
এ বিষয়ে থ্রেডস কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও কোম্পানিটির এক মুখপাত্র বলেছেন, এটা থ্রেডসে পোস্ট শেয়ার করার নতুন ও নৈমিত্তিক উপায়। এ ছাড়া, পরীক্ষাটি অঞ্চলভিত্তিক বা কারা এ ধরনের পোস্ট দেওয়ার সুযোগ পাবেন, এ তথ্যও প্রকাশ করেনি কোম্পানিটি।
গেল শুক্রবার এমনই এক ক্ষণস্থায়ী পোস্ট দিয়েছিলেন অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি, যার ‘রিপ্লাই’ বাটনে চাপ দিলে ব্যবহারকারী দেখতে পান, পোস্টটি মুছে যেতে কতক্ষণ সময় বাকি।
এ ছাড়া, পোস্টের ওপরের অংশে একটি ব্যানারও দেখা গেছে, যার মাধ্যমে ইঙ্গিত মেলে, পোস্টের সময় শেষ হয়ে এলে এর সকল রিপ্লাইও হারিয়ে যাবে।
এদিকে, ব্যানারটিতে ‘রিপ্লাই’ সম্পর্কে কিছু নির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও টেকক্রাঞ্চ পর্যবেক্ষণ করেছে, এ ধরনের ‘কোটেড’ পোস্টে আসল পোস্টের মতোই একটি ‘টাইমার’ থাকে ও সময় শেষ হয়ে গেলে তা হারিয়ে যায়।
জুন মাসে থ্রেডসের এ পরীক্ষা নিয়ে প্রথম একটি স্ক্রিনশট প্রকাশ করেছিলেন পালুজ্জি, যেখানে ‘পোস্ট’ বাটনের পাশেই একটি ‘২৪ আওয়ার’ বাটন হাইলাইট করা, যার মাধ্যমে ক্ষণস্থায়ী পোস্ট প্রকাশের সুযোগ মেলে। এদিকে, প্রযুক্তিবিদ ক্রিস মেসিনাও এ মাসের শুরুতে অ্যাপটির আইওএস সংস্করণের কোডে এই ধরনের পোস্ট নিয়ে ইঙ্গিত পেয়েছিলেন বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।
মেসিনা আরও যোগ করেন, এইসব ক্ষণস্থায়ী পোস্ট ‘ফেডিভার্স’-এ শেয়ার করা যাবে না। কারণ, অন্যান্য ‘অ্যাক্টিভিটিপাব’-চালিত সার্ভার থেকে এইসব পোস্ট মুছে ফেলার সক্ষমতা নেই থ্রেডসের। জুন মাস থেকে ফেডিভার্সে পোস্ট শেয়ার করার সুবিধা চালু হয়েছিল।
যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্ল্যাটফর্মের পোস্ট অন্য প্ল্যাটফর্মে শেয়ার করা যায়, তাদেরকে ফেডিভার্স বলা হয়, সংক্ষেপে ফেডি।
২৪ ঘণ্টা মেয়াদী এ সুবিধা ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা মাঝে মাঝে নিজেদের ব্র্যান্ড বা টপিকের বাইরে গিয়েও পোস্ট করার সুযোগ পাবেন।
বিভিন্ন লাইভ ইভেন্টে ধারাভাষ্য দিতে চাওয়া ব্যবহারকারীদের জন্যেও এটি সহায়ক ভূমিকা রাখবে। কারণ, ইভেন্ট শেষ হওয়ার পর ধারাভাষ্য সাধারণত আর প্রাসঙ্গিক থাকে না।
ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের আগে অর্থাৎ ২০২০ সালে ‘ফ্লিটস’ নামে একই ধরনের সুবিধা এনেছিল কোম্পানিটি, যা অনেকটা ‘ইনস্টাগ্রাম স্টোরিজ’-এর মতো কাজ করত। তবে, ব্যবহারকারীদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় ফিচারটি ২০২১ সালে বন্ধ হয়ে যায়।