আইফোনের ইউটিউব অ্যাপেও এ ফিচার রয়েছে যার মাধ্যমে একই ভিডিও বার বার না চালিয়ে লুপে ছেড়ে রাখতে পারেন।
Published : 04 Dec 2024, 03:59 PM
আইওএস ১৮ আপডেটের সঙ্গে আসা আইফোনের ফটোজ অ্যাপের নতুন বিল্ট-ইন ফিচার ব্যবহার করে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ভিডিও লুপে প্লে করা যাবে।
আইফোনের ইউটিউব অ্যাপ ব্যবহার করে ইউটিউব ভিডিওর জন্যও একই কাজ করা যাবে।
ফিচারটি একই ভিডিও বার বার ম্যানুয়ালি চালু করার ঝামেলা থেকে মুক্তি দেবে ব্যবহারকারীকে। কীভাবে ভিডিও লুপ করা যায় সে বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিসাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
প্রথমেই নিশ্চিত করতে হবে আইফোনে ‘আইওএস ১৮’ সংস্করণ ইনস্টল করা রয়েছে।
ফটোজ অ্যাপ চালু করুন এবং যে ভিডিও লুপে দেখতে চান তার ওপরে চাপুন। খেয়াল করবেন, ভিডিওটি পজ না করলে বা সেখান থেকে বেরিয়ে না এলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই চলতে থাকবে।
লাইভ ছবিগুলো লুপ করার ও লুপটি যেভাবে দেখায় তা কাস্টমাইজ করারও একটি উপায় রয়েছে। এটি করার জন্য লাইব্রেরি থেকে একটি লাইভ ফটোতে চাপুন।
ওপরের ডান কোণা থেকে ‘লাইভ’ ড্রপ ডাউন বাটনে চাপুন। নিচের অপশন থেকে ‘লুপ’ অপশনটি বেছে নিলে লাইভ ফটোও লুপে চলতে থাকবে। এ ছাড়া, ‘লাইভ’ অথবা ‘লাইভ অফ’ অপশনে চেপে লুপ বন্ধ করতে পারবেন।
লুপে ভিন্ন মাত্রা যোগ করতে লাইভ ফটোতে ‘বাউন্স’ অপশনটি ব্যবহার করে পারেন। এ এফেক্টটি লাইভ ফটোতে অনেকটা ইনস্টাগ্রামের বুমেরাং ফিচারের মতো কাজ করবে।
ইউটিউব ভিডিও লুপ প্লে করবেন কীভাবে?
আইফোনের ইউটিউব অ্যাপেও এ ফিচার রয়েছে যার মাধ্যমে একই ভিডিও বার বার না চালিয়ে লুপে রাখতে পারেন। প্রথমে আইফোনের ইউটিউব অ্যাপ চালু করে, যে ভিডিওটি লুপ প্লে করতে চান সেটি বেছে নিন।
ভিডিও প্লেব্যাক পৃষ্ঠায়, ওপরের ডান কোণায়, সেটিংস আইকনে চাপুন। চালু হওয়া মেনু থেকে ‘এডিশনাল সেটিংস’ অপশনটি বেছে নিন। এরপর ‘লুপ ভিডিও’ অপশনে চাপুন।
এরপর লুপ ভিডিও ফিচার বন্ধ না করা পর্যন্ত ইউটিউব একই ভিডিও বারবার চালাতে থাকবে। আবার সেটিং আইকনে চেপে “লুপ ভিডিও” বেছে নিয়ে ফিচারটি বন্ধ করতে পারেন।