চীনা সার্চ জায়ান্ট আলিবাবার সঙ্গে এআই পার্টনারশিপ ঘোষণার পর বৃহস্পতিবার অ্যাপলের শেয়ার প্রায় ২ শতাংশ বেড়েছে।
Published : 15 Feb 2025, 04:35 PM
আলিবাবা ও বাইদুর মতো চীনের স্থানীয় টেক জায়ান্টদের সহযোগিতায় এ বছরের মাঝামাঝি সময়ে দেশটিতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ফিচারের একটি সেন্সরড সংস্করণ উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল।
এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, মে মাসের প্রথম দিকে চীনের জন্য কোম্পানিটির নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করতে কাজ করছে সিলিকন ভ্যালি জায়ান্টটি।
চীনা সার্চ জায়ান্ট আলিবাবার সঙ্গে এআই পার্টনারশিপ ঘোষণার পর বৃহস্পতিবার অ্যাপলের শেয়ার মূল্য প্রায় ২ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এআইয়ের ওপর চীনা সেন্সরশিপ মেনে এসব এআই মডেল তৈরির বিষয়টি নিশ্চিত করতে অ্যাপল দেশটির স্থানীয় সফটওয়্যার নির্মাতা আলিবাবা ও সার্চ জায়ান্ট বাইদু’র উপর নির্ভর করছে বলে ধারণা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পর অ্যাপলের জন্য দ্বিতীয় বড় বাজার চীন হলেও দেশটিতে অ্যাপলের বিক্রি কমেছে। চীনে অ্যাপলের আইফোন বিক্রি আগের বছরের পাঁচ কোটি ২০ লাখ ইউনিট থেকে ২০২৪ সালে চার কোটি ৩০ লাখ ইউনিটে নেমে এসেছে।
চীনের স্থানীয় বিভিন্ন ফোন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়া ও এআই প্রযুক্তি গ্রহণে অ্যাপলের পিছিয়ে পড়াকে কাম্পানিটির বিক্রি কমার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
চীনও সম্প্রতি নতুন এক শক্তিশালী নতুন এআই মডেল ডিপসিক এনেছে, যা এরইমধ্যে মার্কিন এআই কোম্পানি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্ল্যাটফর্মের শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠেছে।
সাম্প্রতিক এই এআই উন্নয়নের ফলে চীনের বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের এআই প্ল্যাটফর্মে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে অ্যাপলের।
বর্তমানে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে তিন ধরনের এআইনির্ভর সেবা সরবরাহ করে, যার মধ্যে টেক জায়ান্টটির নিজস্ব কিছু ফিচার রয়েছে, যা কেবল অ্যাপল ডিভাইসে চলে। কোম্পানির ইন্টারনেট সার্ভারের মাধ্যমে চলে এমন কিছু ফিচারের পাশাপাশি অ্যাপলের অবকাঠামোতে চলমান ওপেনএআইয়ের কিছু টুলও রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য নিজেদের ব্র্যান্ড করা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আইফোনে সরবরাহ করলেও এতে চ্যাটজিপিটি থাকায় তা ব্যবহারের অনুমোদন নেই চীনে। আর স্থানীয় চীনা আইন মেনে চলা অ্যাপলের জন্য নতুন কিছু নয়।
গত বছর চীনের দাবি মেনে সেখানকার অ্যাপ স্টোরে মেটার থ্রেডস অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল মেসেজিং অ্যাপও নিজেদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিতে বাধ্য হয় অ্যাপল।
ব্যাখ্যা হিসাবে মার্কিন টেক জায়ান্টটি বলেছে, “আমরা যেসব দেশে কাজ করি সেখানকার আইন মেনে চলতে আমরা বাধ্য, এমনকি কোনো বিষয় নিয়ে আমাদের ভিন্নমত থাকলেও।”