“আমার ধারণা, সরকারের এ চাপ দেওয়ার বিষয়টি ভুল ছিল ও এ বিষয়ে আমরা যে আগে মুখ খুলিনি, তা নিয়েও আমি অনুতপ্ত।”
Published : 28 Aug 2024, 03:17 PM
করোনা মহামারি চলাকালীন কোভিড সংশ্লিষ্ট বিভিন্ন কনটেন্ট ‘সেন্সর’ করতে মেটাকে ‘ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন বাইডেন প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, এমনই দাবি কোম্পানিটির প্রধান মার্ক জাকারবার্গের।
মেটা সিইও’র এমন দাবি উঠে এসেছে ২৬ অগাস্ট তারিখে যুক্তরাষ্ট্রের ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস জুডিশিয়ারি কমিটি’র উদ্দেশ্যে লেখা এক চিঠিতে।
জাকারবার্গ বলেন, এর আগে এই চাপের কথা এবং ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক হিসেবে বিভিন্ন কনটেন্ট মুছে ফেলার বিষয়ে মুখ না খোলায় তিনি অনুতপ্ত।
তিনি আরও যোগ করেন, এর মধ্যে বিভিন্ন ‘হাস্যরস ও ব্যঙ্গাত্মক’ বিভিন্ন কনটেন্টও ছিল, যেখানে মেটা এগুলো সরাতে রাজি না হওয়ায় সরকারি কর্মকর্তারা ‘ব্যপক হতাশা’ প্রকাশ করেছিলেন বলে দাবি করেন তিনি।
“কোনো কনটেন্ট সরবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরই। আর আমরা নিজস্ব সিদ্ধান্তের দায়ভারও নিয়ে থাকি, যার মধ্যে রয়েছে কোভিড-১৯ সংশ্লিষ্ট বিভিন্ন পরিবর্তনও, যা আমরা এই চাপের কারণে প্রয়োগ করতে বাধ্য হয়েছি,” বলেন জাকারবার্গ।
“আমার ধারণা, সরকারের এ চাপ দেওয়ার বিষয়টি ভুল ছিল ও এ বিষয়ে আমরা যে আগে মুখ খুলিনি, তা নিয়েও আমি অনুতপ্ত।”
মহামারির সময় অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিজস্ব প্ল্যাটফর্মে করোনা ভাইরাস ভ্যাক্সিন সংশ্লিষ্ট বিভিন্ন ভুল তথ্য পোস্ট করে ‘মানুষ মারছে’।
ওই চিঠিতে আরও উল্লেখ আছে, মেটাকে ‘রাশিয়া থেকে বাইডেনের পরিবার ও ২০২০ সালের মার্কিন নির্বাচনে ইউক্রেনীয় কোম্পানি ‘বুরিজমা’র ভূমিকা সংশ্লিষ্ট এক ভুল তথ্যের সম্ভাব্য প্রচারণা নিয়ে সতর্ক করেছে’ এফবিআই।
জাকারবার্গের চিঠির জবাবে হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, “কোনো মারাত্মক মহামারির মুখে পড়লে জনসাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখে এই প্রশাসন।”
“আমাদের অবস্থান সবসময়ই পরিষ্কার ছিল: আমরা বিশ্বাস করি, বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও অন্যান্য প্রাইভেট খাতকে নিজেদের কাজের প্রভাব নিয়ে মার্কিন জনগণের কাছে জবাবদিহিতা থাকা উচিৎ, যেখানে তাদের তথ্য প্রকাশেও পূর্ণ স্বাধীনতা রয়েছে।”