যারা এটি ফেরত পাঠাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে বিশেষভাবে তৈরি নিবেদিত অ্যাপের অভাব থাকায় হেডসেটটির কার্যকারিতা কম।
Published : 18 Feb 2024, 02:21 PM
অ্যাপলের ভিআর হেডসেট ‘ভিশন প্রো’ কেনার দুই সপ্তাহের মধ্যেই তা ফেরত পাঠাচ্ছেন কিছু ব্যবহারকারী। আরামের অভাব, ব্যবহারযোগ্যতা ও অসুস্থতার সমস্যা নিয়ে অভিযোগ করেছেন তারা।
গেল ২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ পেয়েছে সাড়ে তিন হাজার ডলার মূল্যের এই মিক্সড রিয়ালিটি হেডসেট।
গত বছর প্রাথমিক উন্মোচনের সময়ে অ্যাপলের সিইও টিম কুক এ হেডসেটকে ‘কম্পিউটিংয়ের নতুন যুগের শুরু’ হিসাবে বর্ণনা করেছিলেন বলে এক প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
হেডসেটটি বিভিন্ন অ্যাপ, কনটেন্ট বা স্ক্রিন বাস্তব দৃশ্যের ওপরে তুলে ধরার মাধ্যমে ব্যবহারকারীদের অগমেন্টেড রিয়ালিটির অভিজ্ঞতা দেয়। তবে, যারা এটি ফেরত পাঠাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন বিশেষভাবে তৈরি ‘ডেডিকিটেড’ অ্যাপের অভাব থাকায় হেডসেটের পূর্ণ ব্যবহার তারা করতে পারছেন না।
“অ্যাপল ভিশন প্রো বাক্স থেকে বের করে দুই ঘণ্টা ব্যবহার করার পর আমি আবার এটি বাক্সে ভরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।” – ১৩ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন কলম্বিয়ান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা আলেজান্ডার টরেনেগ্রা।
“এটি বেশ দুর্দান্ত। তবে, আমার জন্য এতে এমন কিছু নেই যে এটি যথেষ্ট ব্যবহার করবো বা রেখে দেব। আমি আশা করেছিলাম ‘ইমার্সিভ’ (নিমজ্জিত) কাজের অভিজ্ঞতা এটি রাখার জন্য ভাল হবে, কিন্তু না। এর থেকে আমি বরং রেটিনা ডিসপ্লে ব্যবহার করবো যেখানে মাউস ল্যাটেন্সি নেই।”
অন্যরা মোশন সিকনেস ও মাথাব্যথা অনুভব করার বিষয়ে অভিযোগ করেছেন। এটি অতীতের বেশ কিছু এআর ও ভিআর হেডসেট ব্যবহারকারীদেরও একটি ধারাবাহিক অভিযোগ ছিল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
"ভিশন প্রো ফেরত দিতে আর তর সইছে না। সম্ভবত আমার ব্যবহার করা সবচেয়ে অসাধারণ প্রযুক্তি। কিন্তু, ১০ মিনিট ব্যবহারের পরে এই মাথাব্যথা আর সহ্য করতে পারছি না।" – এক্স-এ লিখেছেন একজন ব্যবহারকারী।
“বলে রাখা ভাল, আমি এর আগে অন্যান্য ভিআর হেডসেট ব্যবহার করেছি, কিন্তু কখনও কোনও ধরনের মাথাব্যথা হয়নি।”
তবে, মোশন সিকনেসের সমস্যা আছে এমন ব্যবহারকারীদের বমির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে ভিশন প্রো-এর ব্যবহারকারী নির্দেশিকায় আগেই সতর্ক করেছিল অ্যাপল।
“ইমারসিভ কনটেন্টে কিছু নির্দিষ্ট লোকদের মোশন সিকনেস অনুভব করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।” – ডিভাইসটির জন্য কোম্পানির সাপোর্ট পেইজে বলা হয়েছে।
“মোশন সিকনেসের লক্ষণগুলো সম্পর্কে সচেতন হোন, যেমন বমি বমি ভাব। আর এমন কিছু অনুভব করলে অ্যাপল ভিশন প্রো ব্যবহার বন্ধ করুন৷ এসব উপসর্গ কমে না যাওয়া পর্যন্ত এমন সব কাজ করবেন না যেখানে ভারসাম্য বা নিরাপত্তার দিকে বাড়তি মনোযোগ দিতে হয়, যেমন হাঁটা বা গাড়ি চালানো।”