“আমাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়েনি, রাজস্ব পরিস্থিতিও ভালো নয় এবং লাভেও যেতে পারছি না আমরা। তবে মাত্রই আয় ও ব্যয় সমান হতে শুরু করেছে আমাদের।”
Published : 29 Jan 2025, 05:28 PM
ইলন মাস্ককে এক্স কিনতে সহায়তার জন্য ব্যবহৃত ঋণ বিক্রির প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো। কারণ, মার্কিন এই ধনকুবের কর্মীদের বলেছেন, ‘সবেমাত্র আয় ও ব্যয় সমান হতে শুরু করেছে কোম্পানিটির’।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলছে, বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি ‘মরগান স্ট্যানলি’র ব্যাংকাররা আগামী সপ্তাহে ঋণ বিক্রির সময় প্রায় তিন হাজার কোটি ডলার ঋণ ছাড়ের পরিকল্পনা করছেন এবং এরইমধ্যে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগও করেছেন তারা।
২০২২ সালে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনতে মাস্ককে সহায়তা করেছিল ‘ব্যাংক অফ আমেরিকা’ ও ‘বার্কলেইস’, যার জন্য এক হাজার তিনশ কোটি ডলারে অর্থায়নের প্রয়োজন ছিল তাদের। এজন্য ২০২৪ সালের আগস্টে পত্রিকাটি লিখেছিল, “২০০৮-০৯ আর্থিক সংকটের পর থেকে ব্যাংকগুলোর জন্য সবচেয়ে খারাপ আর্থিক চুক্তিতে পরিণত হয়েছে” এটি।
মাস্ক নিজেও এ চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য আদালতের মামলায় জড়িয়ে পড়েন। টুইটার কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বিজ্ঞাপন না চালানোর সিদ্ধান্তও নেন বিজ্ঞাপনদাতারা। তবে বিজ্ঞাপন চালানোর জন্য প্ল্যাটফর্মটির ব্যবহার শুরু করে কিছু ব্র্যান্ড, ফলে আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয় এক্স-এর।
ইক্যুইটি বিনিয়োগকারীরা কোম্পানিতে তাদের অংশীদারিত্ব ৭৮ শতাংশ কমিয়েছেন বলেও উঠে এসেছে ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে।
এদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সদ্য নির্মিত ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মাস্ককে, যেখানে সরকারি ব্যয় এক ট্রিলিয়ন ডলার কমানোর আশা করছেন তিনি।
মাস্কের এই রাজনৈতিক উত্থান বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হতে পারে। কারণ, এসব ব্যাংক তাদের আশ্বস্ত করার চেষ্টা করছে যে, সাম্প্রতিক মূল্য হ্রাসের পরও কোম্পানির আর্থিক অবস্থা স্থিতিশীল আছে।
ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, এ মাসের শুরুতে কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে কোম্পানির আর্থিক অবস্থার আপডেট দিয়েছেন মাস্ক।
এক্স কর্মীদের তিনি বলেছেন, “আমাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়েনি, রাজস্ব পরিস্থিতিও ভালো নয় এবং লাভেও যেতে পারছি না আমরা। তবে মাত্রই আয় ও ব্যয় সমান হতে শুরু করেছে আমাদের।”
এমন খবর প্রকাশের এরপরই টেসলার সিইও এক্স-এ লিখেছেন, “এই প্রতিবেদনটি মিথ্যা। আমি এমন কোনও ইমেল কর্মীদের পাঠাইনি। ওয়াল স্ট্রিট জার্নাল মিথ্যা বলছে।”
এক্স-এর মুনাফা বাড়ানোর জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করেছেন মাস্ক, যার মধ্যে রয়েছে ব্যবহারকারীদের প্রোফাইল ভেরিফিকেশনের জন্য অর্থ দেওয়ার বিষয়টি।
মঙ্গলবার এক্স-এ ‘পিয়ার টু পিয়ার’ পেমেন্টের জন্য মার্কিন ক্রেডিট কার্ড সেবা কর্পোরেশন ‘ভিসা’র সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো।
এ বিষয়ে মন্তব্যের জন্য এক্সকে ইমেইল করেছে ইন্ডিপেন্ডেন্ট।