গলায় ওপেনএআইয়ের অতিথির ব্যাজ ঝুলানো এক ছবি পোস্ট করে ক্যাপশনে অল্টম্যান লেখেন “জীবনে প্রথম এবং শেষবারের মতো এটি গলায় ঝোলাতে হলো।”
Published : 20 Nov 2023, 01:36 PM
ওপেনএআইয়ের সিইও হিসাবে ফিরছেন না স্যাম অল্টম্যান, এবং অন্তর্বতীকালীন নতুন সিইও হিসাবে সামনে এসেছে টুইচের সাবেক সিইও ইমেট শিয়ারের নাম।
ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ইলায়া সুটসকেভার এক বিবৃতিতে কোম্পানিটির কর্মীদের এ কথা জানিয়েছেন বলে উঠে এসেছে ‘ইনফরমেশনে’র এক প্রতিবেদনে।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহপ্রতিষ্ঠাতা শিয়ার ইতোপূর্বে কোম্পানিটির সিইও হিসাবে কাজ করেছেন এবং বছরের শুরুতে অ্যামাজন মালিকানাধীন এ কোম্পানির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান।
ওপেনএআইয়ের সঙ্গে এ বিষয়ে রয়টার্সের যোগাযোগে কোম্পানিটি কোনো জবাব দেয়নি।
এদিকে ওপেনএআই থেকে অল্টম্যানকে ফিরিয়ে আনার চেষ্টা চললেও সেটি সফল হয়নি বলে সুটসকেভারকে উধৃতি রয়েছে ইনফরমেশনের প্রতিবেদনটিতে।
আরও পড়ুন
অল্টম্যান এবং ওপেনএআইয়ের সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন।
ওপেনএআইয়ের সাবেক প্রসিডেন্ট এবং সহ-প্রতিষ্ঠাতা ব্রকম্যান শুক্রবারের রদবদলে অল্টম্যানকে ছাঁটাইয়ের প্রতিক্রিয়ায় নিজেও পদত্যাগ করেন।
অন্যাদিকে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানিটিতে অল্টম্যানের সম্ভাব্য ফিরে আসা এবং সেটির পরিচালনা কঠামোর সংস্কারের খবরের পাশপাশি তার নতুন একটি এআই কোম্পানি খোলার সম্ভাবনার কথা উঠে এসেছে রয়টার্সের রবিবারের একটি প্রতিবেদনে।
এর আগে শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জেনারেটিভ এআই দুনিয়ার মানব আইকন বলে পরিচিত অল্টম্যানকে বহিষ্কার করলে প্রযুক্তি বিশ্বে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অন্যদিকে এক্স পোস্টে আপলোড করা একটি ছবিতে দেখা যায়, অল্টম্যানের গলায় ওপেনএআইয়ের অতিথির ব্যাজ ঝুলানো। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন “জীবনে প্রথম এবং শেষবারের মতো এটি গলায় ঝোলাতে হলো।”
অল্টম্যানের এই হঠাৎ অপসারণে কোম্পানিটির আট হাজার ছয়শো কোটি ডলারের শেয়ার বিক্রিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে কোম্পানিটির বর্তমান এবং সাবেক কর্মীদের মধ্যে সে অনিশ্চয়তার প্রভাব দেখা গেছে।
যদি অল্টম্যান ফিরে আসেন, তবে কোম্পানিটির সর্বোচ্চ বিনিয়োগদাতা মাইক্রোসফট কোম্পানিটির বোর্ডে অংশগ্রহণ করতে পারে, এ বিষয়ে অবগত দুজনের বরাত দিয়ে বলেছে দ্যা ইনফরমেশনের প্রতিবেদন।
কোম্পানিটির পরিচালনা পরিষদের একজন সদস্য অথবা ভোট দেওয়ার ক্ষমতা ছাড়াই পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহন করতে পারে মাইক্রোসফট।